বিটের রস দিয়ে তৈরি পিঙ্ক পাটিসাপ্টা (beet diye toiri pink patisapta recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#সংক্রান্তির
সুজি, চালের গুঁড়ো আর ময়দার ব্যাটারে বিটের রস দিয়ে গোলাপি রং করে পাটিসাপটা প্রথম বার ই তৈরি করলাম। এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি খুবই সুন্দর হয়েছে।

বিটের রস দিয়ে তৈরি পিঙ্ক পাটিসাপ্টা (beet diye toiri pink patisapta recipe in Bengali)

#সংক্রান্তির
সুজি, চালের গুঁড়ো আর ময়দার ব্যাটারে বিটের রস দিয়ে গোলাপি রং করে পাটিসাপটা প্রথম বার ই তৈরি করলাম। এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি খুবই সুন্দর হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ২ কাপ ময়দা
  2. ১/২ কাপ সুজি
  3. ১/২ কাপ আতপ চালের গুঁড়ো
  4. ২ কাপ খেজুরের ঝোলা গুড়
  5. ১ কাপ চিনি
  6. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  7. ২ কাপ দুধ
  8. ১০০ গ্রাম খোয়া ক্ষীর
  9. ১ কাপ নারকেল কোরা
  10. ২ চা চামচ বীটের রস

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    বিট সিদ্ধ করে রসটা বের করে নিতে হবে।

  2. 2

    এরপর সুজি, ময়দা, চালের গুঁড়ো, ১ কাপ চিনি,বিটের রস, লিকুইড দুধ ও এলাচ গুঁড়ো দিয়ে ব্যাটার তৈরি ১০ মিনিট রেখে দিতে হবে

  3. 3

    এবার দুধের মধ্যে খোয়াখীর,নারকেলকোরা ও ঝোলা গুড় দিয়ে দিয়ে কড়াইতে পাক দিয়ে পাটিসাপটার পুর তৈরি করতে হবে

  4. 4

    এবার বেগুনের বোটা সাদা তেলে ডুবিয়ে ননস্টিক প্যানে বুলিয়ে নিতে হবে

  5. 5

    এবার ১ হাতা ব্যাটার প্যানে দিয়ে খুন্তির সাহায্যে একটু নিচের দিকে টেনে ১ মিনিট রেখে পাটিসাপটার পুর দিয়ে আস্তে আস্তে রোল করে নামিয়ে নিতে হবে।

  6. 6

    এইভাবে সব গুলি করে প্লেটে সাজিয়ে দিতে হবে।

  7. 7

    একইভাবে সেদ্ধ করা বিট পেস্ট করে সুজি, ময়দা, চালের গুঁড়ো ও নলেন গুড় দিয়ে ব্যাটার তৈরি করে অর্ধেকটা পিঙ্ক অর্ধেকটা কালচে লাল এর পাটিসাপটা তৈরি করেছি আর খোয়া ক্ষীর ও গ্রেটেড বিট দিয়ে গার্নিশিং করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

মন্তব্যগুলি (4)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
বাহ!! খুব ভালো হয়েছে👍
প্রেসেন্টেশন ও খুব সুন্দর
🌷
আমিও কিছু নতুন রেসিপি ট্রাই করেছি পারলে দেখে রিয়াক্সন ও কমেন্ট দিও🌹

Similar Recipes