মুগ ডালের ভাজা পুলি(moog daler bhaja puli recipe in Bengali)

Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

#সংক্রান্তি

মুগ ডালের ভাজা পুলি(moog daler bhaja puli recipe in Bengali)

#সংক্রান্তি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

এক ঘন্টা
ছোট  বড় ছোট মিলেয়ে 50 পিস মত হবে
  1. ১কাপমুগ ডাল
  2. ৩ টেমাঝারি রাঙা আলু
  3. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  4. স্বাদমতোলবণ
  5. ২বাটি( ছোট)চালের গুঁড়ো
  6. প্রয়োজন অনুযায়ীডুবো তেলে ভাজার মতো তেল
  7. ১/২ চা চামচমৌরি
  8. ১ ইঞ্চিআদা
  9. ১ কাপচিনি
  10. ২০০গ্রাম পুরের জন্য সন্দেশ

রান্নার নির্দেশ সমূহ

এক ঘন্টা
  1. 1

    প্রথমে মুগডাল টা শুকনো কড়াই এ দু মিনিট ভেজে নিতে হবে।

  2. 2

    এবার রাঙা আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার ডাল আর আলু প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে নিতে হবে মাঝারি আঁচে।

  3. 3

    এবার ডাল সিদ্ধ হয়ে গেলে একটা কড়াই এ ডালটা ঢেলে নিতে হবে।

  4. 4

    এবার ডালের মধ্যে হলুদ গুঁড়ো দিতে হবে।

  5. 5

    কড়াই এ এবার চিনি দিতে হবে।

  6. 6

    তারপর ভালো করে মেখে নিতে হবে ডাল টা হাত দিয়ে।

  7. 7

    এবার কড়াই টা গ্যাসে বসিয়ে গরম করতে হবে। যখন মিশ্রণ টা ফুটবে তখন চালের গুঁড়া দিয়ে ভালো করে মেশাতে হবে

  8. 8

    কড়াইয়ে গ্যাসটা একদম কমিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে।

  9. 9

    মেশানো হয়ে গেলে কড়াই টা গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। এবার মিশ্রণটা ভালো করে মাখতে

  10. 10

    ভালো করে মেখে তিনটে ভাগে ভাগ করে নিতে হবে।

  11. 11

    আমি তারপর মিশ্রণটা হট পটে ঢেকে রেখে দিয়েছি।

  12. 12

    আর একটা মন্ড বার করে ছোট ছোট লেচি কেটে নিতে হবে

  13. 13

    তারপর সন্দেশ এর পুর দিয়ে

  14. 14

    পিঠের সেপে বানিয়ে নিতে হবে

  15. 15

    কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিতে হবে

  16. 16

    তারপর তেল গরম হয়ে গেলে পিঠে গুলো কড়াইয়ে ছেড়ে দিতে হবে।এবার লাল করে ভেজে নিলেই তৈরি মুচমুচে ভাজা পুলি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

মন্তব্যগুলি (2)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
বাহ!! খুব ভালো হয়েছে👍
প্রেসেন্টেশন ও খুব সুন্দর
🌷
আমিও কিছু নতুন রেসিপি ট্রাই করেছি পারলে দেখে রিয়াক্সন ও কমেন্ট দিও🌹

Similar Recipes