রাভা গোলাপজাম(rava golapjam recipe in bengali)

Doyel Das
Doyel Das @cook_17768799
Udayanpally Near Busstand Bolpur(WB)

#GA4
#week18
আমি গোলাপজাম মিস্টি পছন্দ করলাম ধাঁধাঁ থেকে।

রাভা গোলাপজাম(rava golapjam recipe in bengali)

#GA4
#week18
আমি গোলাপজাম মিস্টি পছন্দ করলাম ধাঁধাঁ থেকে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ঘন্টা
৬জন
  1. ১কাপসুজি
  2. ২টেবিল চামচগুরো দুধ
  3. ৩কাপ+২টেবিল চামচচিনি
  4. ৩কাপজল
  5. ১চা চামচ ঘি
  6. ৩কাপতরল দুধ
  7. ৪-৫টাকেশর
  8. ২চা চামচএলাচ দানা চামচ
  9. ২চা চামচগোলাপ জল
  10. পরিমাণ মতোসাদা তেল
  11. প্রয়োজন অনুযায়ীগুঁড়ো দুধ

রান্নার নির্দেশ সমূহ

২ঘন্টা
  1. 1

    শুকনো প্যানে সুজি ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এরপর প্যানে ঘী দিয়ে তরল দুধ ঢেলে দিয়ে নাড়াতে হবে। পাউডার দুধ চিনি ২টেবিল চামচ দিয়ে নাড়িয়ে সুজি এক হাতে ঢালতে হবে আরেক হাতে গোলাতে হবে ।

  3. 3

    সব ঢেলে ভালো করে মিক্স করে একটা ডো বানিয়ে নিতে হবে প্যানে। একটা প্যানে চিনি জল ৫মিনিট ফুটিয়ে এলাচ, কেশর, গোলাপ জল দিয়ে নাড়িয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে‌। সিরা তৈরি।

  4. 4

    এবার ডো টা প্যান থেকে নামিয়ে হাতে মাখতে হবে আটা মাখা মতো।তার থেকে ছোটো ছোটো বল বানিয়ে নিতে হবে।

  5. 5

    এবার বল গুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। তেল ছারিয়ে তুলে উষ্ণ গরম চিনির সিরা তে ২ঘন্টা ভিজিয়ে রাখলে তৈরি রাভা গোলাপজাম।

  6. 6

    ওপোরে গুড়ো দুধ ছড়িয়ে পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Doyel Das
Doyel Das @cook_17768799
Udayanpally Near Busstand Bolpur(WB)
খেতে খুব ভালোবাসি।মায়ের হাতের যেকোনো রান্না বিশেষ প্রিয়।।
আরও পড়ুন

Similar Recipes