গুড়ো দুধ দিয়ে তৈরি গোলাপজাম(Golapjamun recipe in Bengali)

Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal

#GA4
#week18
এবারের ক্লু থেকে আমি গোলাপজাম বেছে নিয়ে, বাড়িতে বানানো ইনস্ট্যান্ট মিক্স দিয়ে এই গোলাপজাম বানিয়েছি

গুড়ো দুধ দিয়ে তৈরি গোলাপজাম(Golapjamun recipe in Bengali)

#GA4
#week18
এবারের ক্লু থেকে আমি গোলাপজাম বেছে নিয়ে, বাড়িতে বানানো ইনস্ট্যান্ট মিক্স দিয়ে এই গোলাপজাম বানিয়েছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মি+3 ঘন্টা
4 জন
  1. 1 কাপফুল ফ্যাট গুঁড়ো দুধ
  2. 1/3 কাপময়দা
  3. 1টেবিল চামচ সুজি
  4. 2টেবিল চামচ গাওয়া ঘি
  5. 2 চিমটিখাওয়ার সোডা
  6. 3টেবিল চামচ দুধ
  7. 1/2 চা চামচলেবুর রস
  8. প্রয়োজন অনুযায়ীচিনির রস
  9. 2 +2 কাপচিনি কাপ জল
  10. 1 চিমটিকেসর
  11. 1 চা চামচগোলাপ জল
  12. ডিপফ্রাই করার জন্য
  13. 1 কাপসাদা তেল
  14. 1 কাপঘি

রান্নার নির্দেশ সমূহ

45 মি+3 ঘন্টা
  1. 1

    গুড়ো দুধ, ময়দা, সুজি, ঘি, খাওয়া সোডা ভালো করে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    এবার লেবুর রস মিশিয়ে নেব। তারপর একবারে 1চামচ করে দুধ দিয়ে দিয়ে মেখে নিতে হবে। মাখা টা একটু চটচটে হবে। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব।

  3. 3

    চিনির রস বানানোর জন্য 2 কাপ চিনি আর 2 কাপ জল আর কেসর ফুটিয়ে একটা চটচটে সিরা বানিয়ে নেব। এক তারের চাইতে একটু কম চটচটে হবে।

  4. 4

    নামানোর সময় গোলাপ জল মিশিয়ে নেব।

  5. 5

    এবার গুড়ো দুধে র ডো টা দিয়ে হালকা হাতে ছোট ছোট ক্র্যাক ফ্রি বল বানিয়ে নেব।

  6. 6

    এবার তেল আর ঘি মিশিয়ে হালকা গরম করে তাতে বল গুলো দিয়ে দেব। আঁচ থাকবে একদম কমে। ছাড়ার পর বল গুলোর গা থেকে অল্প অল্প বুদ বুদ উঠবে মাত্র।

  7. 7

    এবার এগুলোকে হালকা হাতে ওলট-পালট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব।

  8. 8

    তারপর ফুটন্ত নয় কিন্তু গরম গরম চিনির সিরা তে এই বলগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন ঘণ্টা রেখে দেবো।

  9. 9

    পরিবেশনের সময় হালকা গরম করে অথবা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন গোলাপজাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal
cooking is my passion...
আরও পড়ুন

Similar Recipes