আখরোটের পুর ভরা তিরঙ্গা পুলি(akhroter pur bhora tironga puli recipe in Bengali)

Subinay Majumder
Subinay Majumder @cook_26217936
Kolkata

#walnuts
আখরোট খেতে ভিষন ই সুস্বাদু আর পুষ্টিকর ও। শীতকাল মানেই বাঙালি বাড়িতে তৈরি হয় নানা রকম মিষ্টি।
আজ আমি এই আখরোট আর পুলির মেলবন্ধন ঘটাবো আমার রেসিপি তে।

আখরোটের পুর ভরা তিরঙ্গা পুলি(akhroter pur bhora tironga puli recipe in Bengali)

#walnuts
আখরোট খেতে ভিষন ই সুস্বাদু আর পুষ্টিকর ও। শীতকাল মানেই বাঙালি বাড়িতে তৈরি হয় নানা রকম মিষ্টি।
আজ আমি এই আখরোট আর পুলির মেলবন্ধন ঘটাবো আমার রেসিপি তে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪-৬ জন
  1. ১০০ গ্রাম আখরোট
  2. ১০০ মিলি দুধ
  3. ৭৫ গ্ৰাম খোয়াক্ষীর
  4. ১/৩ কাপ চিনি
  5. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  6. ১.৫ কাপ চালের গুঁড়ো
  7. ৬ কাপ জল
  8. ২-৩ ফোঁটা কমলা রঙ (খাবার রং)
  9. ২-৪ ফোঁটা সবুজ রং (খাবার রং)
  10. ৪ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    আখরোট কে গ্ৰাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিন (একদম মিহি না একটু দানা দানা থাকবে।

  2. 2

    এবার কড়াইতে ঘি দিয়ে গরম করে নিতে হবে

  3. 3

    এরপর আখরোট দিয়ে ভালো করে ভাজতে হবে মাঝারি আঁচে ৫ মিনিট মতো।

  4. 4

    এরপর দিয়ে দিতে হবে দুধ।
    দুধ দেবার আগে আঁচ একদম কমিয়ে দিতে হবে।
    দুধ দিয়ে েেেে ক্রমাগত নাড়তে হবে।

  5. 5

    মিনিট পাঁচেক পর খোয়া দিয়ে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে

  6. 6

    মিশ্রণটি ঘন হয়ে এলে দিতে হবে চিনি। এরপর দেখবেন চিনিটা গলে একটু পাতলা হয়েছে।

  7. 7

    এই সময় এলাচ গুঁড়ো ছড়িয়ে দিন

  8. 8

    সমস্ত মিশ্রণ টা ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে।
    কড়াই থেকে ছেড়ে এলে একটি পাত্রে তুলে ঠান্ডা করে নিতে হবে।

  9. 9

    একটি কড়াইতে ১ কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে। এই সময় দিতে হবে ১/২ চামচ লবণ

  10. 10

    জল ফুটে উঠলে চালের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে ৫ মিনিট মতো।

  11. 11

    এর পর হাতে ছোঁয়া যায় এমন গরম অবস্থায় চালের খামি টা ভালো করে মেখে নিন হবে।
    (অল্প তেল বা ঘী ব্যবহার করতে পারেন)

  12. 12

    এরপর এটা তিন ভাগের ভাগ করে নিতে হবে।
    একটি তে কমলা আর একটি তে সবুজ রং দিয়ে মেখে নিতে হবে।

  13. 13

    এরপর লুচি আকারের একটি লেচি নিয়ে সেটাকে হাতের চাপে এর আঙ্গুলের সাহায্য একটি বাটি তৈরি করতে হবে।

  14. 14

    এরমধ্যে দিয়ে দিয়ে হবে এক চামচ আখরোটের পুর দিয়ে ভালো করে বন্ধ করতে হবে

  15. 15

    এরপর একটা ধার থেকে এইভাবে মুড়তে হবে।

  16. 16

    এক একটা পুলি ৪ ইঞ্চির এর কাছাকাছি লম্বা হবে

  17. 17

    এইভাবে বাকি গুলো করে নিতে হবে।

  18. 18

    এরপর একটা কড়াইতে ৫ কাপ মতো জল গরম করে ফুটতে দিতে হবে।
    ফুটে উঠলে একটি ঝাঁঝরি বা ছিদ্র যুক্ত থালা বসিয়ে দিতে হবে।
    (বাড়িতে স্টীমার থাকলে সেটা ব্যবহার করুন)

  19. 19

    এরপর একটা একটা করে পুলি সাজিয়ে দিন

  20. 20

    ঢীমে আঁচে ৫ থেকে ৭ মিনিট মতো ভাপিয়ে নিলেই তৈরি "আখরোটের পুর ভরা তিরঙ্গা পুলি"

  21. 21
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subinay Majumder
Subinay Majumder @cook_26217936
Kolkata

Similar Recipes