পালক গোবি (palak gobi recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

পালং শাক দিয়ে প্রথমবারই আমি এই রেসিপিটা ট্রাই করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে।

পালক গোবি (palak gobi recipe in Bengali)

পালং শাক দিয়ে প্রথমবারই আমি এই রেসিপিটা ট্রাই করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪জন
  1. ১টা বড় সাইজ ফুলকপি
  2. ২৫০ গ্রাম পালং শাক
  3. ৫০ গ্রাম ধনেপাতা
  4. ১০টা রসুনের কোয়া (কুঁচনো)
  5. ২টো মিডিয়াম সাইজ পিয়াজ (কুঁচনো)
  6. ৩ চা চামচফ্রেশ ক্রিম
  7. ২ চা চামচবাটার
  8. পরিমান মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    ফুলকপি ডুমো ডুমো করে কেটে লবণ জলে ভাপিয়ে রাখতে হবে

  2. 2

    এবার বেসন, গোলমরিচ গুঁড়ো,হলুদ গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে একটা ব্যাটার করে ফুলকপিগুলো ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে হালকা ভেজে তুলে রাখতে হবে

  3. 3

    পালং শাক ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে হবে

  4. 4

    পোস্ত ও চারমগজ বেটে রাখতে হবে

  5. 5

    এবার ৩ চামচ সাদা তেলে ১ চামচ বাটার দিয়ে ও একটা তেজপাতা দিয়ে পালং শাকের পেস্ট দিয়ে ২-৩ মিনিট একটু কষিয়ে ধনেগুঁড়ো,কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো চারমগজ বাটা ও স্বাদমতো লবণ দিয়ে ৪-৫ মিনিট কষিয়ে এক কাপ জল দিয়ে দিতে হবে।

  6. 6

    জল ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে কপি গুলো দিয়ে ১০ মিনিট মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে। এই সময় কিছুটা ফ্রেশ ক্রিম ওর মধ্যে দিতে হবে

  7. 7

    গ্রেভি যখন ঘন হয়ে আসবে তখন এক চামচ বাটার ও কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে পালক গোবি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

মন্তব্যগুলি

Similar Recipes