রাঙ্গা আলুর ভাজা পুলি পিঠা (ranga aloor bhaja puli pitha recipe in Bengali)

Debamita Chatterjee
Debamita Chatterjee @cdebamita
Kolkata

খুব সহজেই আর চটজলদি তৈরি হওয়া এই পিঠের রেসিপি টা অবশ্যই তৈরি করুন আর দেখুন সবাই কত খুশী হবে খেয়ে।

রাঙ্গা আলুর ভাজা পুলি পিঠা (ranga aloor bhaja puli pitha recipe in Bengali)

খুব সহজেই আর চটজলদি তৈরি হওয়া এই পিঠের রেসিপি টা অবশ্যই তৈরি করুন আর দেখুন সবাই কত খুশী হবে খেয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
১১ টা পিঠে
  1. পুর
  2. ১/২ কাপ নারকেল কুচি
  3. ১/৪ কাপ গুড়
  4. ২ টেবিল চামচতরল দুধ
  5. ১ চা চামচ ঘি
  6. পরিমাণ মতো গুঁড়ো দুধ (অপশনাল)
  7. পিঠে
  8. ১/২ কাপ রাঙ্গা আলু সিদ্ধ মাখা
  9. ৪ চা চামচআটা
  10. ৪ চা চামচচালের গুঁড়ো
  11. ১ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে পুর টা বানিয়ে নেব তার জন্য পুর বানানোর উপাদান আগে থেকেই মিশিয়ে করাইতে দেব আর ভালো করে নাড়াচাড়া করে অল্প শুকিয়ে নেব।

  2. 2

    এদিকে পুর বানানো হয়ে গেলে এক জায়গায় রাঙ্গা আলু সিদ্ধ মাখা নিয়ে তাতে আটা, চিনি আর চালের গুরো মিশিয়ে নেব এবং প্রয়োজনে আরো আটা আর চালের গুরো (সমান অনুপাতে) যোগ করে মন্ড টা মেখে নেব ।

  3. 3

    এবার আলু মাখার থেকে একটু অংশ নিয়ে তাতে পুর ভরে পুলির আকারে গড়ে নেব। এভাবে সব পুলি গড়ে নিয়ে গরম তেলে ভেজে নেব।

  4. 4

    আমি যখন রেসিপি টা লিখছি এটা মাঘের ঠান্ডা আর এমন ঠান্ডায় এই পিঠে কিন্তু জমিয়ে দেবে সভা। এই পিঠে ঠান্ডা হলেও খেতে অপূর্ব আর বেশ কয়েকদিন রেখে খাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debamita Chatterjee
Kolkata
Food appreciater, Cooking lover ✨ Passionate bakerhttps://www.youtube.com/c/debamitachaterji
আরও পড়ুন

Similar Recipes