সেজয়ান আলু ফ্রাঙ্কি রোল(Sehezwan Aloo Franky Roll recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#GA4
#week21
এবারে ধাঁধা থেকে আমি রোল বেছে নিয়েছি. আজকে আমি একটা নতুন ধরনের রোল বানিয়েছি যা বাচ্চা থেকে বড়দের খুব ভালো লাগবে.

সেজয়ান আলু ফ্রাঙ্কি রোল(Sehezwan Aloo Franky Roll recipe in Bengali)

#GA4
#week21
এবারে ধাঁধা থেকে আমি রোল বেছে নিয়েছি. আজকে আমি একটা নতুন ধরনের রোল বানিয়েছি যা বাচ্চা থেকে বড়দের খুব ভালো লাগবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 জন
  1. 2/3 কাপময়দা
  2. 1/3 কাপআটা
  3. 1টেবিল চামচ তেল
  4. স্বাদমতোলবণ
  5. পরিমাণ মতো মাখার জন্য জল
  6. ফ্রাঙ্কি মসলা
  7. 1/2 চা চামচগোটা জিরে
  8. 1/2 চা চামচগোটা ধনে
  9. 1/2 চা চামচগোটা মৌরি
  10. 1 টিগোটা শুকনো লঙ্কা
  11. 1 চা চামচআমচুর পাউডার
  12. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো
  13. 1/8 চা চামচহলুদ গুঁড়ো
  14. 1/4 চা চামচগোলমরিচ গুঁড়ো
  15. 1 চিমটিলবণ
  16. ভেতরের পুর
  17. 4 টিমিডিয়াম সাইজের ছোট আলু
  18. 1/2 ইঞ্চিআদা
  19. 4কোয়া রসুন
  20. 1 টিকাঁচা লঙ্কা
  21. 1টেবিল চামচ ফ্রাঙ্কি মসলা
  22. 1টেবিল চামচ সেজুয়ান সস
  23. 2টেবিল চামচ তেল
  24. 2টেবিল চামচ ধনেপাতা
  25. স্বাদমতোলবণ
  26. অন্যান্য উপকরণ
  27. পরিমান মত বাটার
  28. প্রয়োজন মতো ধনেপাতা কুচি
  29. 1 টিপেঁয়াজ কুচি
  30. প্রয়োজন মতো বাঁধাকপি কুচি
  31. 1 চা চামচ সেজুয়ান সস
  32. 1টেবিল চামচ ফ্রাঙ্কি মসলা
  33. 1টেবিল চামচ টমেটো সস
  34. পরিমাণ মতোরোল মোড়ানোর জন্য কাগজ/ টিস্যু

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    ময়দা, আটা, লবণ,তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিয়ে সামান্য নরম করে মেখে নিতে হবে.1 ঘন্টার জন্য ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে.

  2. 2

    ফ্রাঙ্কি মশলার জন্য সমস্ত মসলা শুকনো তাওয়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে.

  3. 3

    পুরো বানানোর জন্য একসাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা থেঁতো করে নিতে হবে.কড়াইতে তেল গরম করে থেঁতো করা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিতে হবে. কাঁচা গন্ধটা গেলে 1 টেবিল-চামচ ফ্রাংকি মসলা দিতে হবে. কয়েক সেকেন্ড নেরে নিয়ে 1 টেবিল-চামচ সেজুয়ান সস দিতে হবে. আরেকটু নেড়ে চেড়ে সেদ্ধ করা আলু ভাল করে চটকে দিতে হবে. ভালো করে এই মসলার সাথে মিশিয়ে দিতে হবে. লবণ দিয়ে দিতে হবে.2 মিনিটের মত নেড়েচেড়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে.

  4. 4
  5. 5

    একঘন্টা পরে আটা ময়দা ডো আরেকটু মেখে নিতে হবে. মিডিয়াম সাইজের কয়েকটি লেচি করতে হবে. এবার একেকটি লেচি পাতলা গোল করে বেলে নিতে হবে. বেলে রাখা রুটিগুলো তাওয়া বসিয়ে গরম করে হাই আচে এপিঠ ওপিঠ করে হালকা সেকে নিতে হবে. সবগুলো সেকা হয়ে গেলে একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে.

  6. 6
  7. 7

    আগে থেকে বানিয়ে রাখা আলুর পুরটা কিছুটা করে নিয়ে লম্বা করে 2 টেবিল চামচ বাটার দিয়ে দু পিঠ ভেজে নিতে হবে.গ্যাসের আগুন হাই রেখে আবার তাওয়া গরম করে এক টেবিল চামচ বাটার দিয়ে রুটিগুলো এপিঠ-ওপিঠ করে ভেজে নিতে হবে

  8. 8

    এবার 1 একটা রুটির উপর1 টেবিল চামচ সেজুয়ান সস আর1/2 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে চারিদিকে মিশিয়ে নিতে হবে. এর উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে. এবার আলুর পুর দিতে হবে. এর উপর দিয়ে বাঁধাকপি ও পেঁয়াজ কুচি দিতে হবে. এর উপর থেকে ফ্রাঙ্কি মশলা ছড়িয়ে দিতে হবে.এরপর রোল করে কাগজ / টিস্যু দিয়ে মুড়ে নিলে গরম গরম খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে.

  9. 9
  10. 10
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes