গ্যাসে বানানো উল রোল ব্রেড(Gase banano Wool roll Bread recipe in bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#Oindrila
আমি আমার পছন্দের রেসিপির মধ্যে ব্রেড বানিয়েছি. আমি কড়াইতে একটু নতুন ধরনের ডিজাইনার উল ব্রেড বানিয়েছি. এর ভেতরের একটি পুর দিয়েছি. যেকোনো পুর দেয়া যায়, মাছ, মাংস, ভেজিটেবিল, ড্রাই ফুড নিজেদের পছন্দমতো দেয়া যেতে পারে.

গ্যাসে বানানো উল রোল ব্রেড(Gase banano Wool roll Bread recipe in bengali)

#Oindrila
আমি আমার পছন্দের রেসিপির মধ্যে ব্রেড বানিয়েছি. আমি কড়াইতে একটু নতুন ধরনের ডিজাইনার উল ব্রেড বানিয়েছি. এর ভেতরের একটি পুর দিয়েছি. যেকোনো পুর দেয়া যায়, মাছ, মাংস, ভেজিটেবিল, ড্রাই ফুড নিজেদের পছন্দমতো দেয়া যেতে পারে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4 জন
  1. 1 কাপময়দা
  2. 1 চা চামচঈস্ট
  3. 2টেবিল চামচ চিনি
  4. স্বাদমতোলবণ
  5. 4টেবিল চামচ তেল
  6. ভেতরের পুর
  7. 1/2 কাপবাঁধাকপি কুচি করা
  8. 1/2 টুকরোগাজর কুচি করা
  9. 1 ছোটক্যাপ্সিকাম কুচি করা
  10. 4 টিবিন কুচি করা
  11. 1 টিপেঁয়াজ কুচি করা
  12. 1টেবিল চামচ টমেটো সস
  13. 1/2 চা চামচসয়া সস
  14. 1/2 চা চামচকাশ্মীরী শুকনো লঙ্কা গুঁড়ো
  15. 1/2 টেবিল চামচ আদা রসুন মিহি কুচি করা
  16. স্বাদমতোলবণ
  17. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো করা
  18. 1টেবিল চামচ তেল
  19. অন্যান্য উপকরণ
  20. 1 টিস্ট্যান্ড
  21. 1 কাপলবণ
  22. 1 টিডিম ফাটানো
  23. প্রয়োজন অনুযায়ী বাটার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    1/4 কাপ উষ্ণ জলে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে নিতে হবে. এরপর ইস্ট দিয়ে দিতে হবে. এইভাবে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য. ময়দার মধ্যে লবণ আর 1 টেবিল চামচ চিনি, ভালো করে মিশিয়ে নিতে হবে.15 মিনিট পর ইস্ট ভাল করে মিশিয়ে নিতে হবে. এবার অল্প অল্প করে জল দিয়ে নরম করে মেখে নিতে হবে.2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে.10 -15 মিনিট ধরে মাখতে হবে. একটু পরে এই অবস্থায় একটি এয়ারটাইট পাত্রে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য. উপরে একটু তেল মাখিয়ে রাখতে হবে.

  2. 2

    প্রথমে কড়াইতে তেল গরম করে আদা রসুন কুচি কয়েক সেকেন্ডের মত ভেজে পেঁয়াজকুচি দিতে হবে. এক মিনিটের মত ভেজে সমস্ত সবজি দিতে হবে.1 মিনিটের মত ভেজে নিয়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, লবণ, দিয়ে ভাজতে হবে.

  3. 3

    ভাজা হয়ে গেলে হাফ কাপের মতো জল দিতে হবে. একটু ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য.যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন, টমেটো সস, সয়া সস গোলমরিচ দিয়ে আরো এক মিনিটের জন্য রান্না করে নামিয়ে নিতে হবে.

  4. 4

    2 ঘন্টা হয়ে গেল ময়দা যখন ফুলে উঠবে তখন হাতের সাহায্যে ভালো করে বাতাস বের করে দিয়ে কিছুটা শুকনো ময়দা দিয়ে ময়দাটা কে মেখে নিতে হবে. এবার 2 টেবিল চামচ তেল দিয়ে আরো 15 মিনিট আরেকটু ভালো করে মেখে নিতে হবে. এবার ময়দাৱ ডো 5 ভাগ করে নিতে হবে.

  5. 5

    এবার একেকটি ডো নিয়ে লম্বা করে বেলে নিতে হবে. এবার মাঝখান থেকে লম্বা লম্বা করে একটি ছুরি দিয়ে সমান ভাবে কেটে নিতে হবে. যতটা সরু সরু ভাবে কাটা যায়. আর উপরের বাকি অংশের কিছুটা করে পুর দিতে হবে. এবার দুই সাইডে ভাঁজ করে নিয়ে উপর থেকে রোল করে করে নিচে আনতে হবে. এইভাবে সবকটা রোল করে নিতে হবে. এবার একটি গোল পাত্রে বাটার ব্রাশ করে দিতে হবে. এবার সবকটা রোল ব্রেড একটার পাশাপাশি গোল করে বসাতে হবে.

  6. 6

    এবার এই ব্রেডের উপর তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে. এবার 40 মিনিট ঢেকে রাখতে হবে.

  7. 7

    40 মিনিট পর একটা কড়াই বসিয়ে লবণ দিয়ে তারপর একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে 7 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করতে দিতে হবে. এবার ব্রেড গুলোর উপরে ডিম দিয়ে ব্রাশ করে বেক করা পাত্রের উপর রাখতে হবে. ব্রাশ করা হয়ে গেলে কড়াইয়ের ঢাকনা খুলে স্ট্যান্ডের উপর ব্রেডের পাত্রটি বসিয়ে লো আচে 30-35 মিনিটের জন্য বেক করে নিতে হবে.

  8. 8

    প্রথম দশ মিনিট হওয়ার পর ঢাকনা খুলে ব্রেড গুলোর উপর গলানো মাখন দিয়ে ব্রাশ করে নিতে হবে. মাঝে একটু মিডিয়াম আচ করে গ্যাসের আগুন বাড়িয়ে আবার কমিয়ে দিতে হবে. বেক হয়ে যাওয়ার পর নামিয়ে উপর থেকে একটু বাটার দিয়ে ব্রাশ করে ভিজা কাপড় দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে.

  9. 9

    এরপর নিজেদের পছন্দমতো কেটে খাওয়া যেতে পারে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes