দইয়ের ঘোল, বোরহানি (doiyer ghol burhani recipe in Bengali)

Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

আজ আমি একটা দইয়ের ঘোল বানালাম তাকে বোরহানি বলে। এই ঘোল টা খেলে পেট ঠাণ্ডা হয় আর খাবার ও হজম করে। বেশির ভাগ এই ঘোল টা বিরিয়ানি বা রিচ খাবার পর খাওয়া হয়। বানাতে ও বেশ সহজ। আপনারা বানিয়ে দেখবেন বেশ ভালো লাগবে।

দইয়ের ঘোল, বোরহানি (doiyer ghol burhani recipe in Bengali)

আজ আমি একটা দইয়ের ঘোল বানালাম তাকে বোরহানি বলে। এই ঘোল টা খেলে পেট ঠাণ্ডা হয় আর খাবার ও হজম করে। বেশির ভাগ এই ঘোল টা বিরিয়ানি বা রিচ খাবার পর খাওয়া হয়। বানাতে ও বেশ সহজ। আপনারা বানিয়ে দেখবেন বেশ ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট১ টেবিল চামচ
  1. ২০০ গ্রাম দই
  2. ১ মুঠো পুদিনা পাতা
  3. ১ মুঠো ধনে পাতা
  4. ১/২ লেবুর রস
  5. ১/২ চা চামচ নুন
  6. ১/২ চা চামচ বিট নুন
  7. ১ টা কাচা লঙ্কা
  8. ১ চা চামচ জলজিরা পাউডার
  9. ১/২ চা চামচ গোলমরিচ পাউডার
  10. ১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
  11. প্রয়োজন অনুযায়ী চিনি
  12. প্রয়োজন অনুযায়ীঠাণ্ডা জল

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট১ টেবিল চামচ
  1. 1

    প্রথমে সব উপকরণ গুলো এক জায়গায়ে নিতে হবে।

  2. 2

    এবার একটা মিক্সিতে দই ছাড়া সব উপকরণ দিয়ে হবে।

  3. 3

    তার পর একটু ঠাণ্ডা জল মিশিয়ে পেস্ট করতে হবে।

  4. 4

    এবার তাতে দই টা দিয়ে একটু আস্তে করে মিক্সী টা ঘোরাতে হবে যাতে সব কিছু ভালো করে মিশে যায়।

  5. 5

    এবার তাতে আরেকটু ঠাণ্ডা জল মিশিয়ে যতটা ঘন চাই সেই বুঝে, তাতে ঠিক শাদ মত নুন মিষ্টি যা লাগবে আরেকটু মিশিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে।

  6. 6

    এবার ছাঁকা হয় গেলে সার্ভ করার জন্য ত্বয়েরি বোরহানি, দইয়ের ঘোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

মন্তব্যগুলি (10)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Lovely recipe dear 👍
Nice presentation too👏
🌷
I have also tried some new recipes do see them and if you wish like and follow🍒

Similar Recipes