সিলড উইথ এ হার্ট(Sealed with a heart recipe in Bengali)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India

#Heart
পছন্দের এই স্ন্যাকসটি আপনার প্রিয়জনের মন কারবেই।

সিলড উইথ এ হার্ট(Sealed with a heart recipe in Bengali)

#Heart
পছন্দের এই স্ন্যাকসটি আপনার প্রিয়জনের মন কারবেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 2 টো বড় আলু সেদ্ধ করা
  2. 1 টেবিল চামচ লাল ক্যাপ্সিকাম কুচানো
  3. 1টেবিল চামচ হলুদ ক্যাপ্সিকাম কুচানো
  4. 1 টাকাঁচালঙ্কা কুচানো
  5. 1টেবিল চামচ গ্রেট করা চীজ
  6. 4 টেপাউরুটির স্লাইস
  7. 3 টেবিল চামচ বেসন
  8. 1/2 চা চামচজোয়ান
  9. 1/2 চা চামচনুন
  10. 1/4 চা চামচহলুদ
  11. 1/4 চা চামচলঙ্কা গুঁড়ো
  12. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সেদ্ধ আলু ভালো করে চটকে মসৃন করে নিতে হবে।

  2. 2

    এবার ক্যাপ্সিকাম ও কাঁচা লঙ্কা বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে।যোগ করে দিতে হবে আলুসিদ্ধর সাথে স্বাদমতো নুন,মিষ্টি ও গ্রেটেড চীজ দিয়ে।রেডি আমাদের পুর।

  3. 3

    এবার বেসন গুলে নিতে হবে নুন, হলুদ,লংকার গুঁড়ো আর জোয়ান দিয়ে।

  4. 4

    পাউরুটির স্লাইস নিয়ে অল্প জল ছিটিয়ে বেলে পাতলা করে নিতে হবে।এবার তাকে কাটারের সাহায্যে হার্ট শেপ কেটে নিতে হবে।
    বাকি পাউরুটি ফেলবেন না সেকে নিলে পরে ব্রেডক্রাম্ব হয়ে যাবে।

  5. 5

    এবার একটা স্লাইসের মধ্যে পুর দিয়ে অন্য স্লাইসটা দিয়ে ঢাকা দিয়ে হবে।

  6. 6

    এবার বেসনের গোলায় ডুবিয়ে গরম করে রাখা তেলে সোনালী করে ভেজে নিতে হবে। ভাজা ভালো ভাবে হয়ে গেলে স্যান্ডউইচ গুলো ভেসে হালকা হয়ে ওপরে ভেসে উঠবে।

  7. 7

    এরপর গরম পরিবেশন করতে হবে পছন্দের সস বা চাটনির সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India
Happy Homemaker with Homegrown Interests. Addicted to cooking, photography and travelling. Cooking is an art and I am an Artist🤘
আরও পড়ুন

Similar Recipes