পমফ্রেট মাছের সর্ষে ঝোল (Pompfret macher sorshe jhol recipe in bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

#ফেব্রুয়ারি২

#পমফ্রেট মাছ

এই মাছ সকলের ভীষণ প্রিয়,আর পমফ্রেট মাছ আর সর্ষে এই যুগলবন্দি কখনও ফেল করে না,এই যুগলবন্দি সবসময়ই সুপারহিট।

পমফ্রেট মাছের সর্ষে ঝোল (Pompfret macher sorshe jhol recipe in bengali)

#ফেব্রুয়ারি২

#পমফ্রেট মাছ

এই মাছ সকলের ভীষণ প্রিয়,আর পমফ্রেট মাছ আর সর্ষে এই যুগলবন্দি কখনও ফেল করে না,এই যুগলবন্দি সবসময়ই সুপারহিট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 7-8 টাপমফ্রেট মাছ নুন ও হলুদ মাখানো
  2. 3টেবিল চামচ সর্ষে (2 টেবিল চামচ সাদা সর্ষে +1টেবিল চামচ কালো সর্ষে)
  3. 3-4 টাকাঁচা লঙ্কা
  4. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  5. 1 টাপেঁয়াজ কুচি(ঐচ্ছিক)
  6. 3টেবিল চামচ টক দই ফেটানো
  7. স্বাদ মতনুন ও চিনি
  8. প্রয়োজন অনুযায়ীসর্ষে র তেল
  9. পরিমান মতোধনেপাতা কুচি
  10. ফোঁড়নের জন্য লাগবে
  11. 1 চা চামচকালো জিরে
  12. 2 টোকাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে সর্ষে জলে 1ঘন্টা ভিজিয়ে,জল ছেঁকে 2 টো কাঁচা লঙ্কা ও জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।

    কড়াই এ তেল গরম করে মাছ হাল্কা করে ভেজে নিতে হবে।
    এবার ঐ কড়াই এ আরেকটু তেল দিয়ে,ফোরণ দিতে হবে।

  2. 2

    পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে,এবার জলে গুলে সর্ষে বাটা ও হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে হবে ও ভাল করে নেড়ে, ফেটানো টক দই দিতে হবে ও ভাল করে নাড়তে হবে।আন্দাজ মত জল, নুন, চিনি,চেরা কাঁচা লঙ্কা ও ভাজা মাছ দিয়ে ভাল করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে।

  3. 3

    ঝোল ঘন হলে,ধনেপাতা কুচি ও কাঁচা সর্ষে র তেল ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

Similar Recipes