সুইট হার্ট (Sweet Heart recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#Heart
ভ্যালেন্টাইন সপ্তাহে আমি বানালাম হার্ট শেপে ছাতুর মিষ্টি । ছাতুর পুষ্টিগুন সবারই জানা, তার সাথে সামান্য কটি উপকরণে যদি ঘরেই বানানো যায় সুস্বাদু মিষ্টি ,তবে আর দেরী কেন | যা প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে পারে। খাওয়ার শেষে মিষ্টি মুখে এই রেসিপিটি বেশ ভালো এবং করাও যায় খুব সহজে |

সুইট হার্ট (Sweet Heart recipe in Bengali)

#Heart
ভ্যালেন্টাইন সপ্তাহে আমি বানালাম হার্ট শেপে ছাতুর মিষ্টি । ছাতুর পুষ্টিগুন সবারই জানা, তার সাথে সামান্য কটি উপকরণে যদি ঘরেই বানানো যায় সুস্বাদু মিষ্টি ,তবে আর দেরী কেন | যা প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে পারে। খাওয়ার শেষে মিষ্টি মুখে এই রেসিপিটি বেশ ভালো এবং করাও যায় খুব সহজে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৮-৯ জন
  1. ১ কাপ ছাতু
  2. ৪ চা চামচ ঘি
  3. ৪টি ছোট এলাচ থেঁতো
  4. ১ কাপ ঘন দুধ
  5. ২ চা চামচ কাজু ভাজা
  6. ৪-৫ টা চেরী অর্ধেক করা

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে কাজু ১ চা ঘি দিয়ে ভেজে তুলে রাখতে হবে | প্যানে ছাতু শুকনা ভেজে লাল হলে ২ চা চামচ ঘি দিয়ে নেড়ে দুধও চিনি এলাচ গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে যখন কড়াই থেকে উঠে আসবে, তখন নামিয়ে ফেল তে হবে ৷

  2. 2

    এবার একটা প্লেটে ১ চা চামচ ঘি মাখিয়ে ছাতুর মন্ড টি ছড়িয়ে ঠান্ডা করতে হবে | তৈরী হয়ে গেল ছাতুর মিষ্টি |

  3. 3

    এবার ছাতুর মণ্ডটি হাতের চেটোয় নিয়ে গোল করে তারপর হার্ট শেপে গড়ে প্লেটে রেখে কাজু ও চেরী দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে | জলখাবারের সাথে বা খাবার শেষপাতে এই ছাতুর তৈরী মিষ্টিটি বেশ ভালো লাগবে | ভালোবাসার সপ্তাহে প্রিয়জন দের জন্য নিজ হাতের তৈরী ভালোবাসায় মোড়া এই পদটি করে আমার বেশ ভালো লাগলো | এটি খেতেও বেশ ভাল হয়েছে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes