ম্যাগি ভেজিটেবল কাটলেট

Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh

#রান্না

ম্যাগি ভেজিটেবল কাটলেট

#রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
4 জনের জন্য
  1. 1 প্যাকেটম্যাগিনুডুলস
  2. 1/4 কাপগাজর
  3. 1/4 কাপমটরশুঁটি
  4. 1/2 কাপক্যাপ্সিকাম
  5. আলু 2 টি ছোট সাইজের
  6. 1 টিডিম
  7. পিয়াজ কুচি 2 টেবিল চামচ
  8. কাঁচা মরিচ কুচি সাদ মতো
  9. ধনিয়াপাতা কুচি সাদ মতো
  10. 1 চা চামচআদাবাটা
  11. 1 চা চামচলাল মরিচের গুঁড়ো
  12. 1/2 চা চামচহলুদের গুড়ো
  13. 1 চা চামচজিরাগুঁড়া
  14. 1 প্যাকেটম্যাগি মশলা
  15. লবণ সাদ মতো
  16. টমেটো কেচাপ 2 টেবিল চামচ
  17. ব্রেড কাম পরিমান মতো
  18. তেল পরিমান মতো

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে সব উপকরণ হাতের কাছে এক সাথে সাজিয়ে নিব, এতে করে রান্না টা করা সহজ হয়।

  2. 2

    তারপর চুলায় একটি পেন বসিয়ে পরিমান মতো পানি দিয়ে সাদ মতো লবণ দিয়ে নুডুলস টা সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিব।

  3. 3

    এখন আলুটা সিদ্ধ করে মেস করে নিব, তারপর সবজিগুলি ছোট ছোট করে কেটে নিব।

  4. 4

    তারপর সিদ্ধ করা নুডুলসের সাথে মেস করা আলু,কাঁচা সবজিগুলি মটরশুঁটি, গাজর,ক্যাপ্সিকাম,সবগুড়া মশলা,আদাবাটা, কাঁচা মরিচ কুচি, পিয়াজকুচি, ধনিয়াপাতা কুচি, সাদ মতো লবণ, ম্যাগি।মশলা দিয়ে সব উপকরণ এক সাথে মেখে নিব।

  5. 5

    তারপর হাতে একটু ঘি মেখে কাটলেট গুলি বানিয়ে নিব, এখন একটি ডিম ভেঙে এক চিমটি লবণ দিয়ে ফেটিয়ে কাটলেট গুলি ডিমের মিশ্রণে চুবিয়ে ব্রেড কামে গড়িয়ে নিব।

  6. 6

    এখন কাটলেট গুলি 10 মিনিট ফ্রিজে নরমালে রেখে,তারপর নামিয়ে পরিমান মতো তেল দিয়ে কাটলেট গুলি লালচে করে ভেজে নিব।

  7. 7

    তারপর একটি সার্ভিং ডিশে নিয়ে সাজিয়ে পরিবেশন করবো ইয়াম্মি ম্যাগি ভেজিটেবল কাটলেট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh
My passion is cooking 🍕🍴
আরও পড়ুন

Similar Recipes