মোচার ঘন্ট (mochar ghonto recipe In Bengali)

Sneha Banerjee
Sneha Banerjee @Sneha_foodshop
Sneha Banerjee Akhansha,P-45/1C, Ramnarayan Pally,Behala Malirmat KOLKATA, WEST BENGAL 700061 India

#ফেব্রুয়ারি৩

মোচার ঘন্ট (mochar ghonto recipe In Bengali)

#ফেব্রুয়ারি৩

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
4-5 জন
  1. ১ টি মাঝারি সাইজের মোচা
  2. ১ টাআলু ছোট ছোট টুকরো করে কাটা
  3. ১টাবড় সাইজের টমাটো বাটা
  4. ১.৫ইঞ্চি আদা বাটা
  5. ৪টি কাঁচা লঙ্কা বাটা
  6. পরিমাণ মতো গোটা গরম মশলা
  7. ১ চা চামচ গোটা সাদা জিরে
  8. ৪ টি তেজপাতা
  9. পরিমাণ মতো সরষের তেল
  10. স্বাদমতোনুন ও হলুদ
  11. ১চা চামচধনে জিরা গুঁড়ো
  12. ১/২ চা চামচগরম মশলা গুঁড়ো
  13. ১চা চামচগাওয়া ঘি
  14. স্বাদমতোচিনি

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    মোচা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নুন ও হলুদ দেওয়া গরম জলে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখতে হবে

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরে গোটা গরম মসলা তেজপাতা ও শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে।

  3. 3

    এইবার আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ তারপর টমেটো আদা ও কাঁচা লঙ্কা বাটা এবং ধনে জিরেগুঁড়ো অল্প লবণ ও হলুদ দিয়ে মসলা কষিয়ে নিতে হবে।

  4. 4

    মসলা থেকে তেল ছারলে জল ঝরানো মোচা গুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। সব মোচা গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কম আঁচে হতে দিতে হবে। মোচা সেদ্ধ হয়ে গেলে স্বাদ মতো নুন ও মিষ্টি দিয়ে ওপর থেকে গরম মসলা ও ঘী ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি মোচার ঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sneha Banerjee
Sneha Banerjee @Sneha_foodshop
Sneha Banerjee Akhansha,P-45/1C, Ramnarayan Pally,Behala Malirmat KOLKATA, WEST BENGAL 700061 India

Similar Recipes