মোচার ঘন্ট (mochar ghonto recipe In Bengali)

Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

#ফেব্রুয়ারি৩

মোচার ঘন্ট (mochar ghonto recipe In Bengali)

#ফেব্রুয়ারি৩

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
5জন
  1. 1 টিমোচা
  2. পরিমান মতো সর্ষে তেল
  3. 1/2 কাপছোলা
  4. 1 চা চামচগরম মশলার গুঁড়ো
  5. 2 টিতেজপাতা
  6. 1 কাপনারকেল কোরা
  7. স্বাদ মতো নুন
  8. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  9. 1 চা চামচজিরে গুঁড়ো
  10. 1 চা চামচগোটা জিরে
  11. 2 টিশুকনো লঙ্কা
  12. 1টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
  13. 1টেবিল চামচ ঘি
  14. 1/2 চা চামচচিনি
  15. 3 টিআলু
  16. 1টেবিল চামচ আদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    মোচা ছাড়িয়ে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে,হাতে অল্প তেল মাখিয়ে তাতে হাতে মোচার কষ লেগে যাবে না।তারপর নুন আর হলুদ গুঁড়ো অল্প দিয়ে মোচা ভাপিয়ে নিতে হবে জল গরম করে,তারপর ছেঁকে নিতে হবে জল

  2. 2

    আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রাখতে হবে।আলু ছোটো ছোটো করে কেটে নিতে হবে।

  3. 3

    কড়াইতে তেল গরম করে গোটা জিরে,শুকনো লঙ্কা,তেজপাতা ফোরণ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে সুন্দর গন্ধ বেরোলে আলু দিয়ে কিছুক্ষণ কষতে হবে।

  4. 4

    আলু একটু ভাজা ভাজা হলে নারকেল কোরা আর আদা বাটা দিয়ে কষতে হবে।

  5. 5

    কাঁচা আদার গন্ধ চলে গেলে হলুদ লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন চিনি দিয়ে ভালো করে কষতে হবে।

  6. 6

    তারপর ভেজানো ছোলা আর ভাপানো মোচা দিয়ে কষতে হবে খুব ভালো করে।

  7. 7

    অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিতে হবে।সেদ্ধ হয়ে গেলে গরম মসলা আর ঘি দিয়ে একটু ঘেঁটে 3 মিনিট এর মত ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  8. 8

    এই সুস্বাদু পদ টি যে কোনো নিরামিষ হিসাবে খুব জনপ্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes