নিরামিষ মোচার ঘন্ট(Niramish mochar ghonto recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

বাঙালিদের খুব পছন্দের তালিকায় পরে এই মোচা..মোচা বহুরকম করে খাওয়া যায়..আমরা অনেকরকম করে বানায়.মেচার চপ, মোচার কাটলেট,মোচার বড়া, মোচা চিংড়ি এছাড়া নারকেল দিয়ে ছোলা দিয়ে বা বড়ি দিয়ে, তো আমি আজকে বড়ি ভাঙা দিয়ে বানিয়েছি..

নিরামিষ মোচার ঘন্ট(Niramish mochar ghonto recipe in bengali)

বাঙালিদের খুব পছন্দের তালিকায় পরে এই মোচা..মোচা বহুরকম করে খাওয়া যায়..আমরা অনেকরকম করে বানায়.মেচার চপ, মোচার কাটলেট,মোচার বড়া, মোচা চিংড়ি এছাড়া নারকেল দিয়ে ছোলা দিয়ে বা বড়ি দিয়ে, তো আমি আজকে বড়ি ভাঙা দিয়ে বানিয়েছি..

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৬ জন
  1. ১ টি মাঝারি মোচা
  2. ২ টো মাঝারি আলু ছোট ছোট কিউব করে কাটা
  3. ৮-১০টি বড়ি
  4. ২-৩ টে কাঁচা লঙ্কা
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১ চা চামচ ধনে গুঁড়ো
  8. ১/৪ চা চামচ হলুদ+ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. ১/২ চা চামচ গরমমশলা গুঁড়ো
  10. ১ চা চামচ ঘি
  11. ১ টা +১ টাতেজপাতা ,শুকনো লঙ্কা
  12. ১/২ চা চামচ গোটা জিরে
  13. ১.৫ চা চামচ চিনি
  14. স্বাদ মতলবণ
  15. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  16. ১ চা চামচ আটা বা ময়দা
  17. পরিমাণ মত তেঁতুল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    মোচার লম্বা কাঠি ও পাতলা অংশ ফেলে দিয়ে একদম কুচি করে কেটে ওভার নাইট জলে ভিজিয়ে রাখুন জলের মধ্যে তেঁতুল ফেলে, তাতে করে মোচার যে একটা কস্ থাকে সেটা চলে যায়.

  2. 2

    পরদিন সকালে মোচা জল থেকে তুলে তেঁতুল ফেলে দিয়ে অন্য পাত্রে অল্প পরিমাণ জল দিয়ে সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে জল ছেঁকে নিন..মোচা ঠান্ডা হলে একটা থালায় নিয়ে ওর মধ্যে আদা বাটা সব গুঁড়ো মসলা পরিমাণ মতো নুন চিনি সব একসাথে হাত দিয়ে ভালো করে চটকে নিন

  3. 3

    এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে আঁচ কম করে বড়ি ভ্জে তুলে রাখুন, ওই তেলেই জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ৩০ সেকেন্ড নাড়াচাড়া করে আলুর কিউব দিয়ে কম আঁচে বেশ লালচে করে ভেজে নিয়ে মসলা মাখানো মোচা দিয়ে কম আঁচে কষান ৫/৭ মিনিট, কষানো হলে ১/২ কাপ মতো জল দিয়ে ভাজা বড়ি ভেঙে দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে ৩/৪ মিনিট রান্না করুন

  4. 4

    ৪ মিনিট পর ঢাকা খুলে আটা ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘি গরম মসলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে বা রাতে রুটির সাথে পরিবেশন করুন.মোচার ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

মন্তব্যগুলি

Similar Recipes