মোচার ঘন্ট(mochar ghonto recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

মোচার ঘন্ট(mochar ghonto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ বাটি মোচা (কুচি করে কেটে নিতে হবে)
  2. ২ টো আলু (ছোট ছোট করে কেটে নিতে হবে)
  3. ২ টেবিল চামচ ছোলার ডাল (৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে)
  4. ১ টা তেজপাতা
  5. ১/২চা চামচ গোটা জিরা
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ১চা চামচ লঙ্কার গুঁড়ো
  8. ১ চা চামচ গরম মসলা গুঁড়ো
  9. ১ চা চামচ ঘি
  10. স্বাদ মতো নুন
  11. পরিমাণ মতো সাদা তেল
  12. ১/২ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মোচাটা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে ।

  2. 2

    তারপর কড়াইতে তেল গরম করে তেজপাতা আর গোটা জিরা ফুরন দিয়ে আলুটা দিতে হবে । তাতে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে ।

  3. 3

    তারপর তাতে মোচা আর ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে একটু ভেজে নিতে হবে । তারপর তাতে আদা বাটা, লংকার গুড়ো, অল্প চিনি আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষতে হবে ।

  4. 4

    কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে নেড়ে আচঁটা কমিয়ে ঢেকে দিতে হবে ।

  5. 5

    তারপর আলু আর ডালটা সেদ্ধ হয়ে গেলে আর ঘন্টটা মাখামাখা হয়ে গেলে গরম মশলা গুড়ো আর ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে নিলে রেডি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes