দই চিংড়ির মালাই কারি (doi chingrir malaikari recipe in Bengali)

Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh

#প্রিয়জন স্পেশাল রেসেপি

দই চিংড়ির মালাই কারি (doi chingrir malaikari recipe in Bengali)

#প্রিয়জন স্পেশাল রেসেপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় 30 মনিট
  1. 4 টিগলদা চিংড়ি
  2. 2টেবিল চামচ টক মিষ্টি দই
  3. 2টেবিল চামচ পিয়াজ কুচি
  4. 1 চা চামচরসুনবাটা
  5. 1টেবিল চামচ পিয়াজ বাটা
  6. 1 চা চামচজিরা গুঁড়ো
  7. 1 চা চামচধনিয়া গুঁড়ো
  8. 1/2 চা চামচআদা বাটা
  9. 1 চা চামচগোল মরিচের গুঁড়ো
  10. 1 চা চামচহলুদের গুঁড়ো
  11. 2 চা চামচমরিচের গুঁড়ো
  12. 1 চা চামচচিনি
  13. 4-5 টিকাঁচা মরিচ
  14. স্বাদমতোলবণ
  15. পরিমান মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিংড়ি মাছ টার খোসা ছাড়িয়ে পরিস্কার করে ধুয়ে নিব।

  2. 2

    তারপর মাছগুলোর মধ্যে হলুদের গুড়ো মরিচের গুঁড়ো ও সামান্য রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখবো 5 মিনিট।

  3. 3

    এখন সব গুঁড়া মশলা বাটা মশলা দইটা ফেটে একসাথে মিক্স করে নিব। তারপর চুলায় পেন বসিয়ে মাছগুলি হালকা ভেজে নিব।

  4. 4

    এখন পেনে পরিমান মতো তেল দিয়ে মিক্স করা মশলাগুলি দিয়ে ভালো ভাবে কষিয়ে নিব যখন তেল টা উপরে উঠে আসবে তখন চিংড়ি মাছ গুলি দিয়ে কষিয়ে 1/2 কাপ পানি দিয়ে ঢেকে দিব, 10 মিনিট পর চিনি ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিব। ভিষণ মজার দই মালাইকারি।

  5. 5
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh
My passion is cooking 🍕🍴
আরও পড়ুন

মন্তব্যগুলি (6)

Similar Recipes