মিক্স ফ্রুট জুস(Mixed Fruit Juice recipe in Bengali)

Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

#শিবরাত্রির
শিবরাত্রির দিন সকাল থেকে সন্ধ‍্যা পর্যন্ত উপবাস থেকে পরে শিবলিঙ্গে জল,বেলপাতা,কিছু ফল,বিশেষ করে বেল দিয়ে পুজা করে, ফলমূল ইত‍্যাদি ফলারি বস্তু উপাস‍্য দেবতাকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করলেই শিবরাত্রির ব্রত সিদ্ধ হয়। তাই আজকে আমার রেসিপি ফ্রুটজুস।

মিক্স ফ্রুট জুস(Mixed Fruit Juice recipe in Bengali)

#শিবরাত্রির
শিবরাত্রির দিন সকাল থেকে সন্ধ‍্যা পর্যন্ত উপবাস থেকে পরে শিবলিঙ্গে জল,বেলপাতা,কিছু ফল,বিশেষ করে বেল দিয়ে পুজা করে, ফলমূল ইত‍্যাদি ফলারি বস্তু উপাস‍্য দেবতাকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করলেই শিবরাত্রির ব্রত সিদ্ধ হয়। তাই আজকে আমার রেসিপি ফ্রুটজুস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 জনের
  1. 1/2 টাতরমুজ
  2. 1 টাশসা
  3. 1 টাগাজর
  4. 1 কাপকালো আঙুর
  5. 1 কাপসবুজ আঙুর
  6. 1 টাকমলা লেবু
  7. প্রয়োজন অনুযায়ীবেশ কিছুটা পুদিনা পাতা
  8. 1 টাপতিলেবু
  9. 4 টেসুইটনার
  10. স্বাদমতো লবণ

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    সমস্ত ভল ধুয়ে কেটে গোছ করে নিলাম।

  2. 2

    সব ফলের সঙ্গে উপকরণের লেবু ছারা সব মিক্সি জারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

  3. 3

    এবার ছেকে লেবুর রস মিশিয়ে দিলেই তৈরি হলো মিক্স ফ্রুট জুস।

  4. 4

    পরিবেশন গ্লাসে ঢেলে,বরফ কুচি দিয়ে সুন্দর করে ঠান্ডা ঠান্ডা ফ্রুটের সঙ্গে পরিবেশন করুন, মিক্স ফ্রুট জুস।

  5. 5

    বাস্কেট তৈরি ছবিও দিলাম

  6. 6
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

Similar Recipes