চিংড়ি পোলাও (Chingri Pulao recipe in Bengali)

M. Bose. Mala
M. Bose. Mala @cook_28980925

চিংড়ি মাছের এই পোলাও আমার বাড়ির সকলের খুব পছন্দ।

চিংড়ি পোলাও (Chingri Pulao recipe in Bengali)

চিংড়ি মাছের এই পোলাও আমার বাড়ির সকলের খুব পছন্দ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ গোবিন্দ ভোগ চাল
  2. ১.৫ কাপ জল
  3. ১/২ কাপ দুধ
  4. ২টো ছোট এলাচ
  5. ১/২ " দারচিনি
  6. স্বাদ অনুযায়ী নুন আর চিনি
  7. ২৫০ গ্ৰাম চিংড়ি মাছ
  8. ১/২ চা চামচ কাঁচালঙ্কা বাটা
  9. প্রয়োজন মত তেল
  10. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  12. ১/২ চা চামচ গোটা জিরে
  13. ১ টা তেজপাতা
  14. ১ চা চামচ আদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকোতে দিন

  2. 2

    চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন, হলুদ দিয়ে মেখে, করাইতে তেল দিতে ভেজে তুলে নিন

  3. 3

    তারপর ঐ তেল এ ঘী দিয়ে, তেজপাতা, জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা বাটা, জিরে গুঁড়া, হলুদ, নুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, চাল দিয়ে ভালো করে নাড়তে হবে, নুন আর চিনি দিন

  4. 4

    তারপর দেড় কাপ জল, আর হাফ কাপ দুধ দিয়ে ফুটতে দিতে হবে, ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে রাখতে হবে, তারপর চাল সেদ্ধ হলে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
M. Bose. Mala
M. Bose. Mala @cook_28980925

মন্তব্যগুলি

Similar Recipes