দুধ পোলাও বা পুষ্পান্ন (doodh pulao ba pushpanyo recipe in Bengali)

Subinay Majumder
Subinay Majumder @cook_26217936
Kolkata

#GA4
#Week19
এই সপ্তাহের ধাঁধাঁ থেকে আমি পোলাওবেছে নিলাম।

এই পোলাউ টি একদম সাদা হয় এবং কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার নেই তাই এটি পূজোর ভোগে দেওয়া হয়।

দুধ পোলাও বা পুষ্পান্ন (doodh pulao ba pushpanyo recipe in Bengali)

#GA4
#Week19
এই সপ্তাহের ধাঁধাঁ থেকে আমি পোলাওবেছে নিলাম।

এই পোলাউ টি একদম সাদা হয় এবং কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার নেই তাই এটি পূজোর ভোগে দেওয়া হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

মোট ১ ঘন্টা
৪ জনের জন্য
  1. ২ কাপ বা ৫০০ গ্ৰাম গোবিন্দ ভোগ চাল
  2. ৪ টেবিল চামচ ঘি
  3. ২ টো তেজপাতা
  4. ৪ টে ছোট এলাচ
  5. ৮ টা লবঙ্গ
  6. ১ ইঞ্চি দারচিনি
  7. ২০ টা কিসমিস
  8. ১৫ টা গোটা কাজু
  9. ২ কাপ জল
  10. ২ কাপ দুধ
  11. ৫-৬ টেবিল চামচ চিনি
  12. ১/২ টেবিল চামচ/স্বাদ মতো নুন
  13. ১/২ টেবিল চামচ দারুচিনি গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

মোট ১ ঘন্টা
  1. 1

    প্রথম একটি পাত্রে চাল নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে

  2. 2

    ধোয়া হয়ে গেলে একটি পরিষ্কার কাপড় বিছিয়ে তাতে চাল ঢেলে শুকিয়ে নিতে হবে

  3. 3

    ৩০ থেকে ৩৫ মিনিট মতো সময় লাগবে।
    চালের জল শুকিয়ে গেলে একটি পাত্রে তুলে নিতে হবে

  4. 4

    এবার একটা কড়াই গরম করে তাতে ঘী দিয়ে দিতে হবে

  5. 5

    এবার তাতে একে একে তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ১ মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে

  6. 6

    এরপর তাতে কাজুবাদাম আর কিসমিস দিয়ে ২ মিনিট মতো হালকা করে ভেজে নিতে হবে।

  7. 7

    এরপর তাতে ভিজিয়ে শুকিয়ে নেওয়া চাল টা ঢেলে মাঝারি আঁচে ৫ মিনিট মতো নাড়াচাড়া করতে হবে

  8. 8

    এরপর তাতে দিয়ে দিতে হবে ২ কাপ উষ্ণ গরম জল আর ২ কাপ দুধ

  9. 9

    ফুটে উঠলে ঢীমে আঁচে ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে

  10. 10

    ১০ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন ভাত বেশ ঝরঝরে হয়েছে।

  11. 11

    এরপর এতে নুন আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে । তবে খুব সাবধানে যাতে চাল ভেঙে না যায়

  12. 12

    এরপর দিয়ে দিতে হবে জাফরান (৫+৬ টি সুতো ৩ টেবিল চামচ দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে) আর দিতে হবে দারচিনি গুঁড়ো (দারচিনি গুঁড়ো অপছন্দ করলে চালের সঙ্গে আদা গ্ৰেট করে মিশিয়ে তারপর ঘী তে দেবেন)

  13. 13

    এরপর আবারও ৫ থেকে ৭ মিনিটের ঢীমে আঁচে জন্য ঢাকা দিয়ে রাখতে হবে

  14. 14

    ঢাকনা খুললেই তৈরি একদম ঝরঝরে দুধ পোলাউ।
    এইভাবে পাত্রে ঢালুন 😊

  15. 15

    এটি নিরামিষ আলুর দম বা পনিরের তরকারি এর সঙ্গে দারুন লাগে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subinay Majumder
Subinay Majumder @cook_26217936
Kolkata

Similar Recipes