আলুর তরকারি (Alur torkari recipe in Bengali)

Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

#GA4
#week1
আজ আমি বানিয়েছি খুব সাধারন আলুর তরকারি। তবে এই সাধারন তরকারিটিই অসাধারন হয়ে যায়, যখন তাকে সার্ভ করা হয় দোকানে কচুরীর সাথে অথবা গরম গরম রুটির সাথে। দেখে নিন কীভাবে বানাতে হবে সবার প্রিয় এই রেসিপিটি।

আলুর তরকারি (Alur torkari recipe in Bengali)

#GA4
#week1
আজ আমি বানিয়েছি খুব সাধারন আলুর তরকারি। তবে এই সাধারন তরকারিটিই অসাধারন হয়ে যায়, যখন তাকে সার্ভ করা হয় দোকানে কচুরীর সাথে অথবা গরম গরম রুটির সাথে। দেখে নিন কীভাবে বানাতে হবে সবার প্রিয় এই রেসিপিটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জন
  1. ৪টি মাঝারি মাপের আলু (ছোট করে কাটা)
  2. ৪টি চেরা কাঁচালঙ্কা
  3. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  4. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১ টেবিল চামচ সর্ষের তেল
  6. ১/৪ চা চামচ চিনি
  7. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিতে হবে।

  2. 2

    এবার আলুগুলো দিয়ে দিতে হবে। একটু নেড়ে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবার এতে হলুদ, নুন ও কাঁচালঙ্কা দিতে হবে। আলুগুলো ভাজা হয়ে এলে পরিমানমতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

  4. 4

    কিছুক্ষন পর ঢাকা খুলে দেখে নিতে হবে। আলুগুলো নরম হয়ে গেলে ও তরকারিটা একটু শুকিয়ে এলে চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

Similar Recipes