রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
2 জন
  1. 16-17 টাছোট আলু
  2. 1 টাতেজপাতা
  3. 1/4 চা চামচগোটা জিরে
  4. 1/2 ইঞ্চিআদা
  5. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  6. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  7. 1/2 চা চামচধনে গুঁড়ো
  8. 1/4 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  10. 1/2 কাপমালাই
  11. 1/2 চা চামচঘি
  12. স্বাদ মতোনুন ও চিনি
  13. পরিমাণ মতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    আলু ভালো করে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখতে হবে। মালাই ভালো করে ফেটিয়ে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আলু গুলো নুন ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, নুন ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় মাঝে মাঝে অল্প অল্প জল দিতে হবে।

  4. 4

    মশলা থেকে তেল ছেড়ে এলে ফেটিয়ে রাখা মালাই দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে 1/2 কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে।

  5. 5

    ভালো করে ফুটে ঝোল ঘণ হয়ে গেলে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে আলুর মালাই দম।

  6. 6

    রুটি, লুচি, পরোটা বা পোলাও সব কিছুর সাথেই জুটি বাঁধতে পারে এই সহজ সরল পদটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes