রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০- ১ঘন্টা
৫-৬ জনের জন্য
  1. ২০০ গ্রাম চানা মটর
  2. ২টি আলু
  3. ৭-৮ টি কাঁচালঙ্কা
  4. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা
  5. ৩ চা চামচ আদা,টোমেটো ও কাঁচালঙ্কার পেস্ট
  6. ৩চা চামচ মশলা পাউডার
  7. স্বাদমতোনুন, চিনি ও লঙ্কাগুঁড়ো
  8. ৩-৪ টেবিল চামচ সাদা তেল
  9. পরিমাণ মতজল
  10. ১ টি লেবুর রস
  11. ১/২ চা চামচ +২+২টো+১ টা আস্ত জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও দারচিনি ফোঁড়নের জন্য
  12. ২ চা চামচ ভাজামশলা গুঁড়ো - জিরে ও শুকনোলঙ্কা শুকনোখোলায় ভেজেগুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৫০- ১ঘন্টা
  1. 1

    চানা মটর ৫-৬ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর প্রেসার কুকারে ৭-৮ টি সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    আলু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ধনেপাতা কুচিয়ে রাখতে হবে।

  3. 3

    কড়াইতে তেল গরম করে এতে দারচিনি,তেজপাতা,শুকনোলঙ্কা ও আস্ত জিরে ফোড়ন দিতে হবে। এতে কেটে রাখা আলু দিয়ে সামান্য ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর এতে আদার পেস্ট দিয়ে নাড়তে হবে। এতে এবার নুন,হলুদ, চিনি, লঙ্কাগুঁড়ো ও চানা মশলা দিয়ে ভালো করে কষতে হবে।

  5. 5

    ভালো করে কষানোর পর সেদ্ধকরা মটর ঢেলে দিতে হবে এবং কাঁচালঙ্কাগুলো দিয়ে দিতে হবে।

  6. 6

    এতে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলে এরমধ্যে ভাজামশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেশাতে হবে এবং কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে।

  7. 7

    গ্যাস বন্ধ করে ঢাকনা সরিয়ে লেবুর রস দিয়ে নাড়িয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। এরপর নামিয়ে নিতে হবে এবং গরম গরম পরিবেশন করুন রুটি বা পরোটার সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanghamitra Mandal Banerjee

মন্তব্যগুলি (3)

Similar Recipes