পাওভাজি (pav bhaji recipe in Bengali)

Nabanita Mitra
Nabanita Mitra @cook_24428062
Mumbai

#streetology
এটি মহারাষ্ট্রের খুব জনপ্রিয় স্ট্রিট ফুড।
বিবাহ সূত্রে আমি এখানে থাকায় এটি খাই। বেশ চটপটা খেতে এটি। আর পেট ও ভরে যায়।

পাওভাজি (pav bhaji recipe in Bengali)

#streetology
এটি মহারাষ্ট্রের খুব জনপ্রিয় স্ট্রিট ফুড।
বিবাহ সূত্রে আমি এখানে থাকায় এটি খাই। বেশ চটপটা খেতে এটি। আর পেট ও ভরে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
২ জন
  1. ১ টি ছোট ফুলকপি,গাজর,বিট,আলু টমেটো,মটরশুটি সব ডুমো করে কাটা।
  2. ৪ চা চামচমাখন
  3. পরিমাণ মতোধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লেবুর টুকরো
  4. ১ চা চামচ করে ধনে, জিরে, লাল লঙ্কা গুঁড়ো
  5. ২চা চামচআদা বাটা, লঙ্কা বাটা
  6. পরিমাণ মতো মিহি পেঁয়াজ কুচি ২ টি, ১ টি মিহি ক্যাপ্সিকাম কুচি,
  7. পরিমাণ মতোগোটা জিরে ফোড়নের জন্য, , হলুদ,
  8. প্রয়োজন মতপাওভাজি মসলা
  9. ২ পিস পাও
  10. স্বাদমত চিনি ও লবণ

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    সব ডুম করে কাটা সব্জি সেদ্ধ করে নিতে হবে। এবার এগুলো কে স্মাশ করে নিতে হবে।

  2. 2

    করাতে মাখন গরম করে জিরে ফোড়ন দিয়ে এতে মিহি করে কাটা পেঁয়াজ, ক্যাপ্সিকাম ভেজে নিতে হবে।

  3. 3

    এবার এতে আদা, লঙ্কা, জিরে, ধনে, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, চিনি দিয়ে ভাল করে কসাতে হবে। কোষে এলে স্মাশ করা সব্জি ঢেলে ফোটাতে হবে।

  4. 4

    যখন সব্জির জল শুকিয়ে তেল বেরিয়ে আসবে তখন ধনেপাতা কুচি, পাওভাজি মসলা, লেবুর রস একটু বেশি দিয়ে নেড়ে নামাতে হবে।

  5. 5

    তাওয়াতে মাখন গরম করে পাও টা সেঁকে নিতে হবে দু পাস ই। গ্যাস লো করে করতে হবে তাহলে পাও টা মুচমুচে হবে। এবার একটি প্লেটে ভাজি সাজিয়ে উপরে ধনেপাতা কুচি, আরো একটু মাখন দিয়ে দিতে হবে। অন্য খোপে পেঁয়াজ কুচি, লেবুর টুকরো আর পাও দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nabanita Mitra
Nabanita Mitra @cook_24428062
Mumbai

মন্তব্যগুলি

Similar Recipes