মোচা ও গোবিন্দ ভোগ চালের ঘন্ট (mocha o gobindo bhog chaler ghanto recipe in Bengali)

বর্ণালী সিনহা
বর্ণালী সিনহা @barnali_Sinha
kolkata

মোচা ও গোবিন্দ ভোগ চালের ঘন্ট (mocha o gobindo bhog chaler ghanto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টি ছোট মোচা
  2. ১ টি ছোট আলু
  3. ১০০ গ্রাম গোবিন্দ ভোগ চাল
  4. প্রয়োজন অনুযায়ী ফোঁড়নের জন্য শুকনো লঙ্কা জিরে তেজপাতা ও গোটা গরম মসলা।
  5. ১+২চা চামচ আদা বাটা, জিরে বাটা
  6. ২ চা চামচ লঙ্কা বাটা
  7. পরিমাণ মত সর্ষের তেল
  8. 1টেবিল চামচ ঘি
  9. পরিমাণ মতগরম জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মোচা সিদ্ধ করে চটকিয়ে নিয়ে
    সব উপকরণ গুছিয়ে রাখতে হবে।

  2. 2

    প্রথমে কোরাই তে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা জিরে তেজপাতা গোটা গরম মসলা ফরন দিয়ে আলু গুলো ভেজে ভাজতে হবে।আলু ভাজা হলে চলদিয়ে ভাজতে হবে।এর পর মোচা ও সব মশলা দিয়ে ভালো করে ভাজতে হবে।

  3. 3

    জল গরম দিয়ে চাপা দিতে হবে।চাল সিদ্ধ হলে ঘি দিয়ে শুকনো নামাতে হবে।গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
বর্ণালী সিনহা
kolkata

Similar Recipes