চিকেন রাইস ফিংগার (chicken rice finger recipe in Bengali)

sandhya Dutta
sandhya Dutta @cook_25627751
Barrackpore

#streetlogy
এটি একটি অভিনব রেসিপি খেতেও খুব সুস্বাদু ও লোভনীয়। বাচ্ছাদের জন্য এটি খুব সুস্বাদু ও চটজলদি রেসিপি। আর খুবই চটপটা।

চিকেন রাইস ফিংগার (chicken rice finger recipe in Bengali)

#streetlogy
এটি একটি অভিনব রেসিপি খেতেও খুব সুস্বাদু ও লোভনীয়। বাচ্ছাদের জন্য এটি খুব সুস্বাদু ও চটজলদি রেসিপি। আর খুবই চটপটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫-৩০ মিনিট
৪ জনর জন্য
  1. ৫০ গ্রাম চিকেনের ফিলে
  2. ১ টেবিল চামচ রসুন বাটা
  3. ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
  4. ১/২ টেবিল চামচ আদা বাটা
  5. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  6. ১ টেবিল চামচ ভিনিগার
  7. ১ টেবিল চামচ পাতিলেবুর রস
  8. স্বাদ মতনুন
  9. ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুড়ো
  10. ব্যাটারের জন্য
  11. ১ কাপ আতপ চালের গুঁড়ো
  12. ১ কাপ ব্রেডক্রাম্বস / পাউরুটির গুঁড়ো
  13. ২ টো ডিম
  14. প্রয়োজন অনুসারেভাজার জন্য সোয়াবিন তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫-৩০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেনের ফিলে গুলো কে পাতিলেবুর রস,ভিনিগার,শুকনো লঙ্কা গুঁড়ো,কাঁচা লঙ্কা বাটা,অাদা বাটা রসুন বাটা,স্বাদ অনুযায়ী নুন,গোলমরিচ গুড়ো দিয়ে ২০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    এবার বেটার বানানোর জন্য অাতব চালের গুঁড়ো,ব্রেডক্রাম্র,নুন,গোলমরিচ গুড়ো অার ডিম দিয়ে ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে ওই‌ফিলে গুলো এক এক করে বেটারের ডুবিয়ে চালের গুঁড়ো অার ব্রেডক্রাম্র মাখিয়ে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে চিকেন রাইস ফিংগার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sandhya Dutta
sandhya Dutta @cook_25627751
Barrackpore

Similar Recipes