রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪-৫ জন
  1. ২০০গ্ৰাম জল ঝরানো টক দই
  2. ২টেবিল চামচ মিল্কমেড
  3. ৩টেবিল চামচ পাইনাপেল ক্রাশ
  4. ৩-৪ফোঁটা পাইনাপেল এসেন্স
  5. ২টেবিল চামচ কর্নফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা এলুমিনিয়াম ফয়েলে ঢেলে মুখটা এলুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিতে হবে।

  2. 2

    একটা পাত্রে জল দিয়ে একটা রিং বসিয়ে চাপা দিয়ে ফুটতে দিতে হবে।

  3. 3

    ফুটে উঠলে মিশ্রণ সমেত ফয়েলটা ঐ পাত্রের মধ্যে ২৫ মিনিটের জন্য রেখে দিতে হবে।

  4. 4

    ২৫মিনিট বাদ একটা ছুরি দিয়ে চেক করতে হবে তৈরি হয়েছে কিনা।ছুরিটা পরিষ্কার বের হয়ে এলে তৈরি।

  5. 5

    এবার ঠান্ডা করে অন্তত ১ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে।

  6. 6

    তারপর পছন্দসই সেপে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

Similar Recipes