বেগুন আলু ঝিঙে ও বড়ি দিয়ে নিরামিষ তরকারি (begun aloo jhinge o bori diye niramish torkari recipe

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

ভাত বা রুটির সাথে এই ধরনের নিরামিষ তরকারি খুবই ভালো লাগে

বেগুন আলু ঝিঙে ও বড়ি দিয়ে নিরামিষ তরকারি (begun aloo jhinge o bori diye niramish torkari recipe

ভাত বা রুটির সাথে এই ধরনের নিরামিষ তরকারি খুবই ভালো লাগে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৪জন
  1. ৫টে বড় ঝিঙে
  2. ১ টা বেগুন
  3. ৩ টে আলু
  4. ৮ টা কাঁচা লঙ্কা
  5. ১০ টা বড়ি
  6. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  7. ১ টা শুকনো লঙ্কা
  8. ১ টা তেজপাতা
  9. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১ চা চামচ জিরা গুঁড়ো
  11. স্বাদ মতলবণ
  12. পরিমাণ মত সর্ষের তেল
  13. ১ চা চামচ ঘি
  14. ১ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    সবজিগুলো টুকরো করে কেটে নিতে হবে

  2. 2

    বরি গুলো সরষের তেলে ভেজে রাখতে হবে

  3. 3

    এবার সরষের তেলে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আলু ও বেগুন গুলো দিয়ে ৭-৮ মিনিট মিডিয়াম আচে ভাজতে হবে। এই সময়ে লবণ ও হলুদ মেশাতে হবে।

  4. 4

    এবার ঝিঙে গুলো ও কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে আর ও৭-৮ মিনিট নাড়াচাড়া করতে হবে।

  5. 5

    এবার আদা বাটা ও জিরে গুঁড়ো দিয়ে ৫-৬ মিনিট কষিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর মাঝে মাঝে নাড়তে হবে। এখানে জল ব্যবহার আমি করিনি ।কারণ ঝিঙে থেকে জল বেরিয়ে সবজি সিদ্ধ হয়ে যাবে।

  6. 6

    সব সবজি সেদ্ধ হয়ে গেলে কিছু বড়ি একটু ভেঙে ও কিছু গোটা রেখে,চিনি ও ঘি মিশিয়ে নামিয়ে রাখতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes