ডিমের ওমলেটি ঝোল (Dimer omelette jhol recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#স্বাদেররান্না _গরমের সময় এইভাবে রান্না করাহালকা-পাতলা ডিমের ঝোল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ।

ডিমের ওমলেটি ঝোল (Dimer omelette jhol recipe in Bengali)

#স্বাদেররান্না _গরমের সময় এইভাবে রান্না করাহালকা-পাতলা ডিমের ঝোল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৫জন
  1. ৫টা মুরগির ডিম
  2. ৩টে লম্বা করে কাটা আলু
  3. ২ টো পেঁয়াজ কুচি
  4. ৪-৫টি কাঁচালঙ্কা চেড়া
  5. ১.৫ চা চামচ জিরা গুঁড়ো
  6. ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  7. ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ২ চা চামচ ধনেপাতা কুচি
  9. ১ চা চামচ পাঁচফোড়ন
  10. ১টা তেজপাতা
  11. ১টা শুকনো লঙ্কা
  12. স্বাদমতোলবণ
  13. পরিমান মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    পাঁচটা ডিম _একটা একটা করে লবণ দিয়ে ফেটিয়ে অমলেট করে রাখতে হবে।

  2. 2

    এবার সরষের তেলে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে ১ মিনিট নাড়াচাড়া করে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ৩-৪ মিনিট একটু লালচে করে ভেজে কেটে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে।

  3. 3

    আলু গুলো দিয়ে আরও ৭-৮ মিনিট একটু ভেজে নিয়ে ওর মধ্যে জিরে গুঁড়ো,লঙ্কাগুঁড়ো,হলুদ গুঁড়ো,কাঁচালঙ্কা ও লবণ মিশিয়ে কষাতে হবে।

  4. 4

    কষানো হয়ে গেলে আন্দাজমতো জল দিয়ে মিডিয়াম আছে ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে

  5. 5

    ১৫ মিনিট পর ঢাকনা খুলে দেখতে হবে আলু গুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা_সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ওমলেট ওর মধ্যে দিয়ে ৪-৫ মিনিট ফুটতে দিতে হবে। এই সময়ে ধনেপাতা কুচি ও দিয়ে দিতে হবে।

  6. 6

    ৪-৫ মিনিট ফোটার পর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes