আমের অভিনব চাটনি(Aamer obhinobo chatni recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#ম্যাঙ্গোম্যানিয়া
গরমের সময় এই আমের টক/চাটনি বা আম ডাল আমাদের শরীরে খুব উপকারি. টকেরও দরকার আছে আমাদের শরীরে. আমে ভিটামিন "C" থাকে আর টকের নাম শুনেই আমাদের জিভে জল আসে মুখরোচক এই টক

আমের অভিনব চাটনি(Aamer obhinobo chatni recipe in bengali)

#ম্যাঙ্গোম্যানিয়া
গরমের সময় এই আমের টক/চাটনি বা আম ডাল আমাদের শরীরে খুব উপকারি. টকেরও দরকার আছে আমাদের শরীরে. আমে ভিটামিন "C" থাকে আর টকের নাম শুনেই আমাদের জিভে জল আসে মুখরোচক এই টক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৬ জন
  1. ৫ টি মিডিয়াম সাইজের কাঁচা আম
  2. ২ টেবিল চামচ সরষের তেল
  3. ১ চা চামচ পাঁচফোড়ন
  4. ১ টা শুকনো লঙ্কা
  5. ১ টা তেজপাতা
  6. ১/২ চা চামচ হলুদ
  7. ১/৪ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  8. ৫ টেবিল চামচ চিনি
  9. স্বাদ অনুযায়ী লবণ
  10. ১/২ পাতিলেবুর রস
  11. ১ চা চামচ মশলা(ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করা)

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়ে প্রেসার কুকারে অল্প পরিমাণ জল দিয়ে তাতে সামান্য নুন ও হলুদ দিয়ে মিডিয়াম আঁচে দুটো সিটি দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা ছাঁকনির ওপরে রেখে কাথ টা চামচ দিয়ে নেড়ে নেড়ে বের করে নিতে হবে,আঁশ টা ফেলে দিয়ে প্রয়োজনে অল্প জল add করা যেতে পারে এবার কড়াই এ তেল গরম করে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ১০ সেকেন্ড ভেজে নিতে হবে

  2. 2

    এবার আমের কাথ ঢেলে দিয়ে প্রয়োজন মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিতে হবে ও সবকিছু নেড়ে মিশিয়ে দিয়ে মিডিয়াম আঁচে ৫ মিনিট ফুটতে দিতে হবে

  3. 3

    ৫ মিনিট পর যখন বেশ ঘন বা থকথকে হবে তখন চিনি দিয়ে ২/৩ মিনিট লো আঁচে ফুটিয়ে লেবুর রস টা দিতে হবে এবং নাড়াচাড়া করে ১ মিনিট পর গ্যাস বন্ধ করে ওপর থেকে ভাজা ছড়িয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ভাতের শেষ পাতে পরিবেশন করতে হবে.বেড়ে গেলে ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

Similar Recipes