কাঁচা আম দিয়ে মুরগির ঝোল(Bengali Style Chicken Aam Jhol Recipe)

Samita Sar
Samita Sar @cook_25646655

#ম‍্যাঙ্গোম‍্যানিয়া

কাঁচা আম দিয়ে মুরগির ঝোল(Bengali Style Chicken Aam Jhol Recipe)

#ম‍্যাঙ্গোম‍্যানিয়া

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩জন
  1. ৫০০ গ্ৰাম মুরগির মাংস
  2. ১ কাপ কাঁচা আম গ্ৰেট করা
  3. ২টো পেঁয়াজ কুচি
  4. ৪টি রসুন কুচি
  5. ১টিলঙ্কা
  6. ১টি টমেটো কুচি
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১চা চামচধনে গুঁড়ো
  9. স্বাদমতো নুন
  10. স্বাদ অনুযায়ীচিনি
  11. ২ টিফোড়নের জন্য --- শুকনো লঙ্কা
  12. ১টি তেজপাতা
  13. পরিমাণমতো২টি এলাচ,২টি দারচিনি টুকরো,৪টি লবঙ্গ,৪-৫ টি মেথি ।
  14. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  15. ১/২চা চামচআদা বাটা
  16. ৭-৮ চা চামচ সাদা তেল
  17. প্রয়োজন অনুযায়ী জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে আম খোসা ছাড়িয়ে গ্ৰেটারে ঘযে নিয়েছি, আর সমস্ত মশলা গুছিয়ে নিয়েছি।মাংস ধুয়ে জল ঝরিয়ে নিয়ে লঙ্কা গুড়ো, নুন ও হলুদ মাখিয়ে ১৫-২০ মিনিট রেখে দিতে হবে

  2. 2

    একটি কড়াইয়ে সাদা তেল গরম করে একে একে এলাচ,দারচিনি, লবঙ্গ, মেথি, তেজপাতা, শুখনো লঙ্কা ফোড়ন দিয়ে এরমধ্যে পরপর পেয়াজঁ, আদা বাটা, রসুন কুচি দিয়ে ভালো করে কযাতে হবে

  3. 3

    এরপর টমেটো কুচি, জিরে ও ধনে গুড়ো দিয়ে কযাতে হবে, মশলার গন্ধ বেড়োলে ম‍্যারিনেট করে রাখা মাংস ও গ্ৰেট করে রাখা আম দিয়ে মিশিয়ে নুন,চিনি দিয়ে বেশ কয়েক মিনিট কযাতে হবে।

  4. 4

    এবার অল্প করে জল দিয়ে ঢেকে রান্না করতে হবে, আচঁ কম থাকবে।

  5. 5

    মাংস সেদ্ধ ও ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে।

  6. 6

    এবার প্লেটে সাজিয়ে পরিবেশন করতে হবে।রুটি, ভাত এমনকি পরোটার সঙ্গে ও সমান ভাবে ভালো লাগে। বেশ টকটক আচারের মতো খেতে লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes