মুরগির ঝোল (  chicken rcipe in Bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#goldenapron3
দেশি / লোকাল মুরগির পাতলা ঝোল

   মুরগির ঝোল (  chicken rcipe in Bengali)

#goldenapron3
দেশি / লোকাল মুরগির পাতলা ঝোল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

প্রায় 1. 15 ঘন্টা
3 জনের জন্য
  1. 500 গ্রামমুরগির মাংস, টুকরো করা
  2. 1টা বড় পেঁয়াজ কুচি করা
  3. 1টা বড় টমেটো গ্রেট করা
  4. 1টা টমেটো টুকরো
  5. 2টা আলু,4 টুকরো করা
  6. 1টেবিল চামচ আদার রস
  7. 1 চা চামচরসুন কুঁচি
  8. 2টা গোটা রসুন
  9. 1টেবিল চামচ ভিনিগার
  10. 4টি এলাচ
  11. 4টিলবঙ্গ
  12. 1 টুকরো দারচিনি
  13. 2টাশুকনো লঙ্কা
  14. 2টা তেজপাতা
  15. 5-6 টিকাঁচা লঙ্কা
  16. 4টেবিল চামচ তেল
  17. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  18. 1 চা চামচহলুদ গুঁড়ো
  19. 1/2 চা চামচগরম মসলা গুঁড়ো
  20. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

প্রায় 1. 15 ঘন্টা
  1. 1

    মাংসে ভিনিগার, পেঁয়াজ কুচি, টমেটো গ্রেট, আদার রস, 1/2 চামচ নুন, হলুদ ও লঙ্কাগুঁড়ো,ও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে মেখে রেখেছি, 4 ঘন্টা ।

  2. 2

    এবার মেখে রাখা মাংস কড়াইতে দিয়ে হাই ফ্লেমে বসিয়েছি। 5-6 মিনিট রান্না করেছি। এবার আঁচ কমিয়ে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করেছি ।

  3. 3

    এবার 1 লিটার গরম জল, গোটা রসুন ও স্বাদ মতো নুন দিয়ে, ঢাকা দিয়েছি । সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করেছি। এবার অন্য একটা কড়াই তে তেল গরম করে আলু নুন হলুদ দিয়ে কম আঁচে ভেজে নিয়ে, মাংস তে দিয়েছি । বাকি তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মসলা, রসুন কুঁচি ভেজে নিয়ে মাংসতে দিয়েছি।

  4. 4

    কাঁচা লঙ্কা ও টোমেটি টুকরো দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। 1/2 চা চামচ গরম মসলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে দিয়েছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

Similar Recipes