রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম মটন
  2. ২টো পেঁয়াজ কুচি
  3. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  4. ১ টেবিল চামচ ধনে জিরের গুঁড়ো
  5. ১ চা চামচ শাহী গরম মসলা
  6. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  7. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ২ টেবিল চামচ টক দই
  9. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীনুন এবং চিনি
  11. প্রয়োজন অনুযায়ীতেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাংস ভালো করে ধুয়ে যাতে টক দই গরম মসলা লঙ্কা গুঁড়ো নুন হলুদ ও অর্ধেক আদা-রসুনবাটা মাখিয়ে রেখে দিন

  2. 2

    তেল গরম করে তাতে তেজপাতা গোটা গরম মসলা ফোঁড়ন দিন

  3. 3

    এবার পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে নুন হলুদ মিশিয়ে ভাল করে ভাজুন

  4. 4

    ভাজা হলে ম্যারিনেট করা মাংস দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিন

  5. 5

    এভাবে কষিয়ে জলটা টেনে এনে ধনের গুঁড়ো ও শাহী গরম মসলার কিছুটা দিয়ে আবারো ভালো করে কষান

  6. 6

    1 কাপ মত গরম জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন

  7. 7

    মাংস সেদ্ধ হলে ঘি ও গরম মসলা দিয়ে মিশিয়ে নামিয়ে নিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mihika Mukherjee
Mihika Mukherjee @cook_mihika11

Similar Recipes