মটন কষা (mutton kosha recipe in bengali)

Sanat Kumar Sarkar
Sanat Kumar Sarkar @sanat65

#YT
#foodofmystate
এটি বাঙালীদের খুব প্রিয় একটি খাবার।গরম ভাত হোক আর লুচি হোক,সবকিছুর সাথেই ভাল লাগে ।

মটন কষা (mutton kosha recipe in bengali)

#YT
#foodofmystate
এটি বাঙালীদের খুব প্রিয় একটি খাবার।গরম ভাত হোক আর লুচি হোক,সবকিছুর সাথেই ভাল লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
২ জন
  1. ৫০০গ্রামমটন
  2. ১/২ কাপটক দই
  3. স্বাদ মতলবণ
  4. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  5. পরিমাণ মতসর্ষের তেল
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ১ চা চামচ রসুন বাটা
  8. ১/২ কাপপেঁয়াজ বাটা
  9. পরিমাণ মতপেঁয়াজ কুচি
  10. ১০টিশুকনো লঙ্কা
  11. ১০টিকাঁচা লঙ্কা
  12. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মসলা
  13. ১ টা তেজপাতা
  14. ১ টা টমেটো
  15. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  16. ১ চা চামচ ধনে গুঁড়ো
  17. প্রয়োজন অনুযায়ীঘি
  18. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো
  19. প্রয়োজন অনুযায়ীগরম জল

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    মটন ভাল করে ধুয়ে নিয়ে তার মধ্যে টক দই, হলুদ গুঁড়ো, লবণ,সরষের তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাল ভাবে মাখিয়ে 15 মিনিট এর জন্য রেখে দিন।

  2. 2

    ১৫ মিনিট পর কড়াইতে সরষের তেল দিয়েতার মধ্যে গোটা গরম মসলা,তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিন

  3. 3

    এবার পেঁয়াজ ও টমেটো কুচি করে ওই তেল এ ভেজে নিন ও পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন

  4. 4

    এর পর ম্যারিনেড করা মটন কড়াইতে দিয়ে দিন ও ভাল করে নাড়তে থাকুন

  5. 5

    এরপর এর মধ্যে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো যোগ করুন অ নাড়তে থাকুন।

  6. 6

    মাংস কষানো হয়ে গেলে সামান্য গরম জল যোগ করে মাংস সেদ্ধ করুন

  7. 7

    সেদ্ধ হয়ে গেলে গরম মসলা গুঁড়ো ও ঘি দিয়ে নেড়ে নামিয়ে নিন

  8. 8

    হয়ে গেল মটন কষা।গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanat Kumar Sarkar

মন্তব্যগুলি

Similar Recipes