মুগ পটল (Mug potol recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#পটলমাস্টার
পটলের খুব সহজ-সরল একটা রেসিপি
_এই মুগ পটল। যেহেতু মুগ ডাল দিয়ে তৈরি _সেই জন্য অবশ্যই ভাতের সাথে খেতে অসাধারণ লাগে।

মুগ পটল (Mug potol recipe in Bengali)

#পটলমাস্টার
পটলের খুব সহজ-সরল একটা রেসিপি
_এই মুগ পটল। যেহেতু মুগ ডাল দিয়ে তৈরি _সেই জন্য অবশ্যই ভাতের সাথে খেতে অসাধারণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০_২৫ মিনিট
৪-৫ জয়ন
  1. ১.৫ গ্রাম সোনা মুগডাল
  2. ৪টে পটল
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/২ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
  7. ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
  8. ২+২ এলাচ ও দারুচিনি
  9. ১ টা তেজ পাতা
  10. ২টো গোটা শুকনো লঙ্কা
  11. ২টো কাঁচা লঙ্কা চেরা
  12. ১/২ চা চামচ গোটা জিরে
  13. ১ চা চামচ ঘি
  14. ১ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

২০_২৫ মিনিট
  1. 1

    মুগ ডাল ৪-৫ মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিয়ে ভালো করে ধুয়ে লবণ দিয়ে প্রেসারে ৩টে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    পটলের খোসা ছাড়িয়ে লম্বালম্বি
    দু টুকরো করে নুন আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে

  3. 3

    এবার সরষের তেলে এলাচ,দারচিনি,তেজপাতা,গোটা জিরে শুকনো লঙ্কা ও কাঁচালঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে আগে থেকে মিশিয়ে রাখা আদা আর জিরেগুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে সেদ্ধ করা মুগডাল ওর মধ্যে দিয়ে দিতে হবে।

  4. 4

    এবার ভাজা পটল ডালের মধ্যে দিয়ে ১ কাপ মতো উষ্ণ জল দিয়ে ৩-৪ মিনিট ফুটতে দিতে হবে।

  5. 5

    ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে চিনি ভাজা জিরেগুঁড়ো,গরম মসলা ও ঘি দিলেই রেডি হয়ে যাবে মুগ পটল।

  6. 6

    এবার সারভিং বোলে ঢেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes