কারহা (kadha recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#immunity

এই পরিস্থিতিতে কারহা একটা ভালো উপাদেয়। কারহা আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম কে হেল্দি রাখে। কারহা কাশি সর্দির জন্য রামবান ঔষধ। আমরা প্রত্যেক দিন এই কারহা ব্যবহার করি আপনারা ও এটা অবশ্যই ট্রাই করুন।

কারহা (kadha recipe in bengali)

#immunity

এই পরিস্থিতিতে কারহা একটা ভালো উপাদেয়। কারহা আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম কে হেল্দি রাখে। কারহা কাশি সর্দির জন্য রামবান ঔষধ। আমরা প্রত্যেক দিন এই কারহা ব্যবহার করি আপনারা ও এটা অবশ্যই ট্রাই করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৭-৮ টা তুলসী পাতা
  2. ১ ইঞ্চি আদা টুকরো
  3. ১০-১২ টা গোলমরিচ
  4. ৭-৮ টা লবঙ্গ
  5. ১ টুকরো দারুচিনি
  6. ২ চা চামচ গুড়
  7. ৩-৪ টা ছোট এলাচ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব সামগ্রী গুলো একজায়গায় করে তারপর তুলসী পাতা ও গুড় বাদে সব কিছু থেঁতো করে নিতে হবে ।

  2. 2

    তারপর একটা পাত্রে জল বসিয়ে জল ফুটে উঠলে ওর মধ্যে থেঁতো করে রাখা সব কিছু দিয়ে দিতে হবে । তারপর ওর মধ্যে তুলসী পাতা কুচি করে দিয়ে দিতে হবে।

  3. 3

    তারপর ওর মধ্যে গুড় দিয়ে লো ফ্লেমে কারহা টা ফুটে আধা হওয়া পর্যন্ত হতে দিতে হবে। তারপর হয়ে গেলে নামিয়ে ছাকনি দিয়ে ছেকে নিতে হবে ।আপনারা চাইলে গুড়ের বদলে মধু ব্যবহার করতে পারেন।

  4. 4

    এবার একটা সর্ভিং পাত্রে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes