চিকেন কষা (chicken kosha recipe in Bengali)

Rumi Nandi
Rumi Nandi @Ruminandi

#homechef.friend
#আমিষ/নিরামিষ

চিকেন কষা (chicken kosha recipe in Bengali)

#homechef.friend
#আমিষ/নিরামিষ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৬জন
  1. 500 গ্রামচিকেন
  2. 1 কাপপেঁয়াজ বাটা
  3. 1 চা চামচরসুন বাটা
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1/2 কাপটমেটো বাটা
  6. 1 চা চামচজিএ গুঁড়ো
  7. 1 চা চামচধনেগুঁড়া
  8. 1/2 চা চামচলঙ্কাগুঁড়ো
  9. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  10. 1টেবিল চামচ চিকেন মশলা পাউডার
  11. স্বাদমতোনুন
  12. 1/2 চা চামচচিনি
  13. পরিমাণ মতো জল
  14. 1 কাপসর্ষের তেল
  15. 1 মুঠোধনেপাতা কুচি
  16. 1/3 চা চামচগরম মসলা গুঁড়ো
  17. 1/2 চা চামচগোটা জিরে
  18. 1 টা তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    চিকেন সমস্ত রকম গুঁড়ো মসলা দিয়ে ম্যারিনেট করতে হবে আধঘন্টা

  2. 2

    কড়াই তেল গরম করে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে করতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত

  3. 3

    পেঁয়াজ আদা রসুন কষা হলে ম্যারিনেট চিকেন স্বাদমতো নুন দিয়ে ভালো করে করতে হবে বেশ কিছুক্ষণ ধরে

  4. 4

    চিকেন কষে তেল ছাড়তে শুরু করলে তাতে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে পুরোপুরি চিকেন সেদ্ধ হওয়া অবধি

  5. 5

    চিকেন একদম সেদ্ধ হয়ে ঝোল গামাখা হলে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আরো পাঁচ মিনিট ফোটাতে হবে

  6. 6

    সবশেষে গরম মসলা গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামাতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumi Nandi
Rumi Nandi @Ruminandi

মন্তব্যগুলি

Similar Recipes