মুড়িঘন্ট (Murighanto recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#ঠাকুরবাড়িররান্না২০২১
মুড়িঘন্ট ঠাকুরবাড়ির একটি ফেমাস রান্না। আমিও চেষ্টা করলাম ঠাকুরবাড়ির রান্নার রেসিপি ফলো করে তৈরি করার। তবে খুব ভালো খেতে হয়েছিল।

মুড়িঘন্ট (Murighanto recipe in Bengali)

#ঠাকুরবাড়িররান্না২০২১
মুড়িঘন্ট ঠাকুরবাড়ির একটি ফেমাস রান্না। আমিও চেষ্টা করলাম ঠাকুরবাড়ির রান্নার রেসিপি ফলো করে তৈরি করার। তবে খুব ভালো খেতে হয়েছিল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩-৪জন
  1. ১টা বড় টুকরো করা রুই মাছের মাথা
  2. ১টা বড় আলু
  3. ১০০ গ্রাম গোবিন্দভোগ চাল
  4. ১.৫ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ জিরা গুঁড়ো
  6. ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  7. ১ চা চামচ ধনে গুঁড়ো
  8. ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ২ চা চামচ ঘি
  10. প্রয়োজন অনুযায়ী কাজু কিসমিস
  11. ১টা তেজপাতা
  12. ২+২+২ গোটা গরম মসলা(এলাচ,লবঙ্গ ,দারচিনি )
  13. ১টা গোটা শুকনো লঙ্কা
  14. ১/২ চা চামচ চিনি
  15. ১/২ চা চামচ গোটা জিরে
  16. স্বাদ মতলবণ
  17. পরিমাণ মতসর্ষের তেল
  18. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    মাছের মাথা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে সরষের তেলে ভেজে উঠিয়ে রাখতে হবে।

  2. 2

    ওই তেলের সাথে ১ চা চামচ ঘি মিশিয়ে গোটা জিরে, শুকনো,লঙ্কা,তেজপাতা,গোটা গরম মসলা দিয়ে একটু নেড়ে চেড়ে টুকরো করে কেটে রাখা আলু গুলো দিয়ে একটু ভেজে নিতে হবে

  3. 3

    এরপর ১৫ মিনিট আগে ভিজিয়ে রাখা জল ঝরানো গোবিন্দভোগ চাল ওর মধ্যে দিয়ে ৪-৫ মিনিট মাঝারি আঁচে নেড়ে চেড়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো,লঙ্কাগুঁড়ো,জিড়ে গুঁড়ো,ধনে গুঁড়া,আদা বাটা ও স্বাদমতো লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। এইসময় কাজু কিসমিস ওর মধ্যে দিতে হবে।

  4. 4

    এবার ওর মধ্যে মাছের মাথা গুলো দিয়ে মসলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে চাল সিদ্ধ হওয়ার মত জল দিয়ে ঢাকা দিয়ে ফুঠতে দিতে হবে আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে।

  5. 5

    যখন চাল সেদ্ধ হয়ে যাবে ও জল শুকিয়ে আসবে তখন গরম মশলা ও ঘি মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মুড়িঘন্ট।

  6. 6

    এরপর ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes