ডিম কষা (Egg curry recipe in bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

# ebook06
#Week .2 এই সপ্তাহে র পাঁজল বক্স থেকে আমি ডিম কষা বেছে নিয়েছি ।

ডিম কষা (Egg curry recipe in bengali)

# ebook06
#Week .2 এই সপ্তাহে র পাঁজল বক্স থেকে আমি ডিম কষা বেছে নিয়েছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 4 টাডিম
  2. 1 টাবড় টমেটো
  3. 1/3 কাপপেঁয়াজ কুচি
  4. 4 টাকাঁচা লঙ্কা
  5. 1/2 চা চামচআদাবাটা
  6. 1/2 চা চামচরসুন বাটা
  7. 1 চা চামচগোটা গরম মসলা
  8. 2/3 চা চামচ জিরে গুঁড়ো
  9. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. 1/3 চা চামচহলুদ গুঁড়ো
  11. 1/2 চা চামচকসুরি মেথি
  12. 1/3 চা চামচচিনি
  13. 2টেবিল চামচ ঘি
  14. 1টেবিল চামচ তেল
  15. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    টমেটো,দুটো কাঁচালঙ্কা ও অল্প পেঁয়াজ কুঁচি রেখে, বাকি পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি।

  2. 2

    একটা সসপেনে পরিমান মতো জল দিয়ে ডিম সেদ্ধ হতে দিয়েছি।কড়াই গরম করে ঘি ও তেল দিয়েছি। গোটা গরম মসলা ও তেজ পাতা দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুঁচি দিয়েছি 2 মিনিট কম আঁচে ভেঁজে নিয়ে,জিরে, হলুদ, ও লঙ্কা গুঁড়ো দিয়েছি, এ সময় আঁচ একদম কম রেখেছি । এবার পেঁয়াজ, টমেটো, কাঁচালঙ্কা ও আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য নুন দিয়েছি।

  3. 3

    এ বার 1কাপ গরম জল মাঝে মাঝে দিয়ে 10 -12 মিনিট ঢাকা দিয়ে সাতলেছি । এবার সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে টুথপিক দিয়ে ডিম গুলো ভালো করে ফুটো ফুটো করে দিয়েছি যাতে করে মশলা ভালো করে ভেতর পর্যন্ত যায়।

  4. 4

    এবার ডিম গুলো মশলা তে দিয়ে আরো 7-৪ মিনিট কষিয়ে নিয়েছি । কসুরি মেথি ও 1/4 কাপ গরম জল ও কাঁচা লঙ্কা দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি । ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করেছি । তৈরি ডিম কষা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

Similar Recipes