ফিশ ফ্রাই (Fish fry recipe in Bengali)

Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

#ebook06
#week2
#ফিশ ফ্রাই
আজ আমি একটা মহারাষ্ট্রের ফিশ ফ্রাই বানিয়েছি।এটা খেতে খুব ভালো হয়। এটা স্টার্টার হিসেবে খেতে বেশি ভাল লাগে।

ফিশ ফ্রাই (Fish fry recipe in Bengali)

#ebook06
#week2
#ফিশ ফ্রাই
আজ আমি একটা মহারাষ্ট্রের ফিশ ফ্রাই বানিয়েছি।এটা খেতে খুব ভালো হয়। এটা স্টার্টার হিসেবে খেতে বেশি ভাল লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
  1. ৩ টে পমফ্রেট মাছ
  2. ১ টা লেবুর রস
  3. স্বাদমতো নুন
  4. ৩ টেবিল চামচ মালবানি ফিশ ফ্রাই মসলা
  5. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ৪ টেবিল চামচ সুজি
  7. ৩ টেবিল চামচ তেল
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    প্রথমে মাছ কে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লেবুর রস মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    তারপর মাছে নুন,হলুদ আর মালবানী ফিশ মসলা মাখিয়ে ২০ মিনিট ম্যারিনেট করতে রাখতে হবে।

  3. 3

    এবার একটা প্লেটে সুজি,লঙ্কার গুরো আর অল্প নুন দিয়ে মিশিয়ে রাখতে হবে।

  4. 4

    এবার মাছ গুলো কে সুজির মিশ্রনে দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ করে লাগিয়ে নিতে হবে।

  5. 5

    এবার একটা তাওয়া তে অল্প তেল দিয়ে একটা একটা করে মাছ দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে ভাজতে হবে। একদিক ভাজা হয় গেলে খুব সাবধানে মাছটাকে উল্টে, সাইড দিয়ে এবার অল্প তেল ওপিঠ টাও ভেজে নিতে হবে।

  6. 6

    তোয়েরী হয় গেলো পনফ্রেট ফিশ ফ্রাই, গরম গরম সার্ভ করে দিতে হবে স্নাকস হিসেবে।

  7. 7
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

Similar Recipes