তরকা (Tarka recipe in Bengali)

Hafiza Yeasmin
Hafiza Yeasmin @Yeasmin

তরকা (Tarka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৬জন
  1. ২কাপ তরকা ডাল
  2. ৮চা চামচসর্ষের তেল
  3. ২টো ডিম
  4. ২ চা চামচআদা রসুন বাটা
  5. ১ চা চামচজিরে ধনে গুঁড়ো
  6. ১ চা চামচহলুদ গুঁড়ো
  7. স্বাদ মতলবণ
  8. স্বাদ মতকাঁচা লঙ্কা কুচি
  9. ১ কাপ পেঁয়াজ কুচি
  10. ১কাপটমেটো কুচি
  11. ১ চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  12. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    প্রথমে তরকা ডাল ৫ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে,

  2. 2

    প্রেসার কুকারে তেল গরম করে ওর মধ্যে পিয়াঁজ কুঁচি,টমেটো কুঁচি,লঙ্কা কুঁচি, আদা রশুন বাটা,জিরে ধনে গুঁড়ো,হলুদ ও স্বাদমতো লবণ দিয়ে মশলা কষিয়ে নিয়ে এবার কষানো মশলার মধ্যে ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে ৫টা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে,

  3. 3

    এবার একটা কড়াইয়ে গরম তেলের মধ্যে পিয়াঁজ কুঁচি,টমেটো কুঁচি, কাঁচা লঙ্কা কুঁচি স্বাদমতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মশলা সরিয়ে মধ্যে ডিম দিয়ে দিতে হবে খুন্তির সাহায্যে ডিম ভাঙ্গা ভাঙ্গা করে নিতে হবে এবং কষিয়ে সেদ্ধ করা ডাল এর মধ্যে দিয়ে আরো ১/২কাপ জল দিয়ে নাড়তে হবে নামানোর কিছুক্ষন আগে গরম মশলা ছিটিয়ে দিন উপরে, স্বাদ অনুযায়ী ঝাল ও লবণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন,
    তাহলেই রেডি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Hafiza Yeasmin
Hafiza Yeasmin @Yeasmin

Similar Recipes