ডিম তড়কা(dim tarka recipe in Bengali)

Mahamaya Nag
Mahamaya Nag @Narishakti_21

ডিম তড়কা(dim tarka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 200 গ্রামতরকার ডাল
  2. 2 টোডিম
  3. 2 টো পেঁয়াজ কুচি
  4. 5কোয়া রসুন কুচি
  5. 1টেবিল চামচ আদা বাটা
  6. 3 টে কাঁচা লঙ্কা কুচি
  7. 1 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1 টা বড় টমেটো কুচি
  9. 5টেবিল চামচ সর্ষের তেল
  10. স্বাদ মতনুন
  11. 1টেবিল চামচ তরকা মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে তরকা ডালকে চার ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে
    তিনটে সিটি দিয়ে নিতে হবে

  2. 2

    করাতে সামান্য একটু তেল দিয়ে তেল গরম হলে ডিম দুটো ফেটিয়ে দিয়ে ঝুরো ঝুরো ভেজে তুলে রাখতে হবে

  3. 3

    করাতে বাকি তেল দিয়ে তেল গরম হলে গোটা জিরে ফোরন দিয়ে পেঁয়াজ, রসুন কুচি দিয়ে ভাল করে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিতে হবে

    আদা বাটা লঙ্কা কুচি দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে সেদ্ধ ডাল ঢেলে দিতে হবে।
    প্রয়োজন হলে অল্প জল দেয়া যেতে পারে

  4. 4

    ভালো করে ফুটলে তরকা মসলা কসৌরি মেথি চিনি দিয়ে আবার ভাল করে মিশিয়ে ফোটাতে হবে
    ভেজে রাখা ডিমের ঝুরো ডালের মধ্যে দিয়ে মিশিয়ে দিতে হবে।
    এইভাবে তৈরি হয়ে গেল ডিম তরকা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahamaya Nag
Mahamaya Nag @Narishakti_21

মন্তব্যগুলি

Similar Recipes