ক্রিসপি ফিস ফ্রাই (Crispy fish fry recipe in bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

ক্রিসপি ফিস ফ্রাই (Crispy fish fry recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 4 পিসভেটকী মাছের পেটি
  2. 6টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  3. 6টেবিল চামচ ময়দা
  4. স্বাদ মতনুন
  5. প্রয়োজন মত জল
  6. প্রয়োজন মত সাদা তেল
  7. 1 চিমটিবেকিং পাউডার
  8. 1 চিমটিবেকিং সোডা
  9. 1 চা চামচলেবুর রস
  10. স্বাদ অনুযায়ীগোল মরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছের পেটি থেকে কাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে লেবুর রস,গোল মরিচ গুঁড়ো ও নুন মাখিয়ে রাখতে হবে 5 মিনিট।

  2. 2

    তারপর একটা বাটিতে 2 টেবিল চামচ ময়দা,2 টেবিল চামচ কর্ণফ্লাওয়ার,ময়দা,নুন ও গোল মরিচ গুঁড়ো এক সাথে মিক্স করে রাখতে হবে।

  3. 3

    এবার একটা বাটিতে 4 টেবিল চামচ কর্ণফ্লাওয়ার,4 টেবিল চামচ ময়দা,নুন,গোল মরিচ গুঁড়ো,বেকিং পাউডার,বেকিং সোডা, প্রয়োজন মত জল ও 2 চা চামচ গরম তেল দিয়ে বেটার তৈরি করে রাখতে হবে।

  4. 4

    এবার গ্যাস এ কড়াই বসিয়ে তেল দিতে হবে তেল গরম হলে মাছের পিস গুলি শুকনো ময়দায় কোট করে বেটারটা তে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিসপি ফিস ফ্রাই ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

Similar Recipes