রেস্টুরেন্ট স্টাইল ডাল মাখনি (Restaurant style daal makhani recip

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#ডালশান
এটি যেকোনো সময়ে বানিয়ে নেওয়া যায় ।
খেতেও খুব টেস্টি হয় ।

রেস্টুরেন্ট স্টাইল ডাল মাখনি (Restaurant style daal makhani recip

#ডালশান
এটি যেকোনো সময়ে বানিয়ে নেওয়া যায় ।
খেতেও খুব টেস্টি হয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 4 টেবিল চামচ ছোলার ডাল
  2. 4টেবিল চামচ রাজমা
  3. 4 টেবিল চামচ সবুজ মুগ
  4. 4 টেবিল চামচ অড়হর ডাল
  5. 2টেবিল চামচ কাল বিরী
  6. 3টেবিল চামচ ছাল সহ মুসুরি ডাল
  7. 1/2 চা চামচগোটা জিরা
  8. 2 টোতেজপাতা
  9. 2 টোশুকনো লঙ্কা
  10. 1/2 চামচহলুদ গুঁড়ো
  11. 2 টোকাঁচালঙ্কা
  12. 1টেবিল চামচ আদা বাটা
  13. 1 টি পেঁয়াজ কুচি
  14. 1/2 চা চামচরসুন কুচি
  15. 1টেবিল চামচ তড়কা মশলা
  16. 1/2 চা চামচধনে গুঁড়ো
  17. 1 টিটমেটো কুচি
  18. স্বাদ মতনুন
  19. প্রয়োজন অনুযায়ী তেল
  20. 1টেবিল চামচ ধনেপাতা
  21. 1 চা চামচ বাটার/ মাখন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে সব ডাল এক জায়গাতে করে নিলাম । টমেটো কুচি করে নিয়ে, শুকনো লঙ্কা, কাঁচালঙ্কা, তেজপাতা ও সব মশলা গুছিয়ে নিলাম ।পিঁয়াজ, রসুন কুচি করে নিলাম ।আদা বেটে নিলাম ।

  2. 2

    সব ডাল ভালো করে ধুয়ে নুন, হলুদ ও সামান্য তেল দিয়ে তিন চারটি সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে ।

  3. 3

    এবার কড়াইতে তেল গরম করে গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিতে হবে ।

  4. 4

    ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে, এর মধ্যে রসুন কুচি দিয়ে নেড়ে পিঁয়াজ কুচি মিশিয়ে নেড়ে আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো কুচি দিতে হবে । এই সময়ে ধনেগুঁড়ো ও তড়কা মশলা দিয়ে ভালো করে ভাজা হলে ওরমধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিতে হবে । স্বাদ দেখে নিয়ে পরিমাণ মতো নুন দিতে হবে ।

  5. 5

    সব ডাল একসাথে নেড়ে ফুটে এলেই ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিতে হবে । এবার উপরে এক চামচ বাটার ছড়িয়ে দিতে হবে । তাহলেই তৈরী ডাল মাখনি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes