এগ কাসাটা (egg cassata recipe in Bengali)

Ankita's Kitchen
Ankita's Kitchen @cook_30512147

এগ কাসাটা (egg cassata recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জনের জন্য
  1. ৬টি ডিম
  2. ১টি মাঝারি পেঁয়াজ কুচি
  3. ১/২ ইঞ্চি আদা কুচি
  4. ৩-৪ কোয়া রসুন কুচি
  5. ১/২ কাপ দুধ
  6. ২-৩ টেবিল চামচ মোজারেলা চীজ
  7. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  10. পরিমাণ মতধনেপাতা কুচি
  11. ১/২ চা চামচ চিনি
  12. ২ টেবিল চামচ টমেটো সস
  13. স্বাদ মতলবণ
  14. ৩ টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে ২টি ডিম সিদ্ধ করে নিতে হবে। এরপর বাকি ২টি করে ডিম নিয়ে তার মধ্যে লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াই তে সামান্য তেল দিয়ে ফেটানো ডিম দিয়ে সামান্য রেখে তার উপরে টোম্যাটো সস ও চিস ছড়িয়ে ওমলেট বানিয়ে ফোল্ড করে কেটে নিতে হবে। এরপর ছোট টুকরো করে নিতে হবে।

  3. 3

    এরপর আরো একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজতে হবে। এরপর আদা ও রসুন কুচি দিয়ে আবারও ভেজে নিয়ে লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো ও লবণ দিয়ে মিশিয়ে সামান্য জল দিয়ে কষতে হবে। মশলা ঠিক মতো ভেজে নিয়ে সিদ্ধ ডিম দুটি গ্রেট করে দিতে হবে।

  4. 4

    গ্রেট করা ডিম দিয়ে সামান্য জল দিয়ে খুন্তির সাহায্যে ডিম ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর দুধ, ধনেপাতা ও চিনি দিয়ে ফুটে ওঠা অব্দি রান্না করতে হবে। এরপর ওমলেট এর টুকরো দিয়ে আরো ৩-৪ মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ankita's Kitchen
Ankita's Kitchen @cook_30512147

Similar Recipes