ছানার জিলিপি (chhanar jilipi recipe in bengali)

MAYURI DEB
MAYURI DEB @mayurimomo

আমার মায়ের রেসিপি

ছানার জিলিপি (chhanar jilipi recipe in bengali)

আমার মায়ের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৩-৪ জন
  1. ১ লিটারদুধ
  2. ৪-৫ টেবিল চামচময়দা
  3. ১/২ টেবিল চামচবেকিং পাউডার
  4. ৩ কাপচিনি
  5. পরিমাণ মতসাদা তেল
  6. ২ চা চামচভিনিগার /লেবুর রস
  7. ৫-৬ টাএলাচ
  8. প্রয়োজন অনুযায়ীজল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    একটি প্যানে দুধ নিয়ে নিতে হবে । দুধ ফুটতে শুরু করলে তাতে ভিনিগার / লেবুর রস মিশিয়ে দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণের মধ্যেই দুধ কেটে ছানা ভেসে উঠবে। এরপর দুধ থেকে ছানা থেকে আলাদা করে নিয়ে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে।

  2. 2

    এরপর একটি বড় পাত্রে জল, এলাচ এবং চিনি একসঙ্গে বসিয়ে মাঝারি আঁচে ফুটতে দিতে হবে। এখানে তৈরি হবে চিনির সিরা।

  3. 3

    এরপর জল ঝরানো ছানাটাকে একটা প্লেটে নিতে হবে এবং ময়দা আর বেকিং পাউডার মিশিয়ে ভালো করে একটি মন্ড বানাতে হবে।

  4. 4

    এরপর ওই মন্ড থেকে লেচি কেটে সেটাকে জিলিপির প্যাচের আকার দিতে হবে।

  5. 5

    এরপর গরম তেলে ওই জিলিপি ভেজে নিতে হবে এবং ৫-৭ মিনিট শিরার রসে ডুবিয়ে রাখতে হবে।
    ছানার জিলিপি পরিবেশনের জন্য প্রস্তুত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
MAYURI DEB
MAYURI DEB @mayurimomo

Similar Recipes