কুমড়োর কেক (Kumror cake recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#রোজকারসব্জী
#কুমড়ো
#week3

রোজকার সব্জি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় তৃতীয় সপ্তাহের থীম কুমড়ো। কুমড়ো দিয়ে আজ একটি কেক এর রেসিপি ভাগ করে নেবো। আপনারা চাইলে ও টি জি বা মাইক্রো ওয়েভ ওভেনে বানাতে পারেন আমি কিন্তু গ্যাস এ বানিয়েছি উদ্দেশ্য বেশী বেশী মানুষ যাতে করে সহজে এই কেক টি বানাতে পারেন। কেক টি অতি অল্প খরচে তৈরি হয়ে যাবে। মিক্স ড্রাই ফ্রুটস যোগ করলে স্বাদ আরও বাড়বে। যখন ই আমরা বেকিং এর জন্য ড্রাই ফ্রুটস ব্যাবহার করবো ড্রাই ফ্রুটস এর ওপর শুকনো ময়দা লাগিয়ে ব্যাটার এ যোগ করতে হবে তাহলে ড্রাই ফ্রুটস বেকিং পাত্রের নীচের অংশে লেগে পুড়বে না।

কুমড়োর কেক (Kumror cake recipe in Bengali)

#রোজকারসব্জী
#কুমড়ো
#week3

রোজকার সব্জি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় তৃতীয় সপ্তাহের থীম কুমড়ো। কুমড়ো দিয়ে আজ একটি কেক এর রেসিপি ভাগ করে নেবো। আপনারা চাইলে ও টি জি বা মাইক্রো ওয়েভ ওভেনে বানাতে পারেন আমি কিন্তু গ্যাস এ বানিয়েছি উদ্দেশ্য বেশী বেশী মানুষ যাতে করে সহজে এই কেক টি বানাতে পারেন। কেক টি অতি অল্প খরচে তৈরি হয়ে যাবে। মিক্স ড্রাই ফ্রুটস যোগ করলে স্বাদ আরও বাড়বে। যখন ই আমরা বেকিং এর জন্য ড্রাই ফ্রুটস ব্যাবহার করবো ড্রাই ফ্রুটস এর ওপর শুকনো ময়দা লাগিয়ে ব্যাটার এ যোগ করতে হবে তাহলে ড্রাই ফ্রুটস বেকিং পাত্রের নীচের অংশে লেগে পুড়বে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৭/৮ জন
  1. ১কাপকোরানো কুমড়ো
  2. ১কাপময়দা
  3. ১/২কাপচিনি
  4. ১ টিডিম
  5. ৫ টেবিল চামচসাদাতেল
  6. ১/৪চা চামচদারুচিনি গুঁড়ো
  7. ১/২চা চামচবেকিং পাউডার
  8. ১/৪চা চামচবেকিং সোডা
  9. ১/৮ চা চামচনুন

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    গ্যাস জ্বেলে তারওপর একটি কড়া রেখে তার মধ্যে নুন রেখে প্রি হিট করতে দিতে হবে ১০ মিনিটের জন্য। সেই সময় বেকিং পাত্রে তেল লাগিয়ে ময়দা ছড়িয়ে দিতে হবে যাতে করে নিচের দিক টা থেকে কেক বেক হওয়ার পর সহজে বেড়িয়ে আসে। ময়দা, নুন, দারুচিনি গুঁড়ো, বেকিং পাউডার ও বেকিং সোডা ২ বার চেলে নিতে হবে।

  2. 2

    ময়দা চেলে রাখতে হবে। চিনি, ডিম ভেঙ্গে ভিতরের অংশ ও তেল মিক্সির জারে নিয়ে হাল্কা করে মিক্স করে নিতে হবে। একটি পাত্রে ডিম, চিনি ও তেলের ব্যাটার ঢেলে নিতে হবে। কুমড়ো যদি বেশী মিষ্টি হয় সেক্ষেত্রে একটু কম চিনি লাগবে।

  3. 3

    ব্যাটার এর সাথে চেলে নেওয়া ময়দা হাল্কা হাতে মিশিয়ে নিতে হবে। সব শেষে কোরানো কুমড়ো মিশিয়ে নিতে হবে খুব হাল্কা ভাবে। বেকিং পাত্রে ব্যাটার ঢেলে আগে থেকে গরম করা কড়া তে নুন এর ওপর ১ টি স্ট্যান্ড রেখে তারওপর আলমুনিয়াম প্লেট রেখে বেকিং পাত্র টি রাখতে হবে।

  4. 4

    ঢাকনা ঢেকে কম আঁচে ৪০ মিনিটে এই কেক টি তৈরি হয়ে গেছে। পরিমান বেশী হলে কিছু টা সময় বেশী লাগবে। পরিবেশনের জন্য প্রস্তুত বাড়িতে সহজে বানানো একটু ভিন্ন ধরনের কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes