চিকেন আফগানি (Chicken Afghani recipe in Bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

জামাইষষ্ঠী র দুপুরের খাওয়াটা সমস্ত বাঙালি পদ দিয়ে সারার পর রাতে যদি লাচ্ছা পরোটা সহ যোগে চিকেন আফগানি পরিবেশন হয় তবে একদম জমে যাবে।
#jamai2021

চিকেন আফগানি (Chicken Afghani recipe in Bengali)

জামাইষষ্ঠী র দুপুরের খাওয়াটা সমস্ত বাঙালি পদ দিয়ে সারার পর রাতে যদি লাচ্ছা পরোটা সহ যোগে চিকেন আফগানি পরিবেশন হয় তবে একদম জমে যাবে।
#jamai2021

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা ৪৫ মিনিট
৩-৪ জন
  1. ৫০০গ্ৰাম চিকেন বড় পিস করা
  2. ১০-১২ কোয়া রসুন
  3. ১ টা মাঝারি সাইজের পেঁয়াজ
  4. ৩-৪ টে কাঁচা লঙ্কা
  5. ২ইঞ্চি মতো আদা
  6. ১০-১২টা কাজুবাদাম
  7. ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  8. ১/২ চা চামচকসুরি মেথি
  9. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  10. ১/২ চা চামচনুন
  11. ১ টেবিল চামচ লেবুর রস
  12. ১/২ চা চামচ চাট মশলা
  13. ১০০গ্ৰাম টক দই
  14. ১০০ গ্ৰাম ক্রিম
  15. ৩-৪ টেবিল চামচ তেল
  16. পরিমাণ মতো গোটা গরম মশলা (১টা এলাচ, দারচিনি,) ২ টো লবঙ্গ
  17. পরিমাণ মতোসামান্য বাটার
  18. ১টুকরো কাঠ কয়লা
  19. স্বাদ মতো নুন মিষ্টি
  20. ১ মুঠোধনেপাতা

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা ৪৫ মিনিট
  1. 1

    প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করা মাংসের মধ্যে ১/২ চমচ নুন, লেবুর রস, গোলমরিচ গুঁড়োমিশিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    রসুন, পেঁয়াজ, লঙ্কা,টক দই,গরম মশলা গুঁড়ো,চাট মশলা,আদা, কাজুবাদাম, ধনেপাতা,কসুরি মেথি সমস্ত উপকরণ একসঙ্গে পেস্ট করে নিতে হবে।

  3. 3

    ঐ মশলার পেস্ট টা,ক্রিম স্বাদ মতো নুন মিষ্টি সমস্ত একসঙ্গে মাংসের সাথে ভালো করে মাখিয়ে ২০-৩০ মিনিট রেখে দিতে হবে।

  4. 4

    একটা পাত্রে তেল গরম করে মশলা ঝেরে ঝেরে শুধু মাংসের টুকরো তুলে লাল করে ভেজে নিতে হবে।

  5. 5

    সব গুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ঐ তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ঐ মশলার মিশ্রণ টা ঢেলে দিতে হবে,এবং কষাতে হবে।

  6. 6

    তেল ছেড়ে এলে মাংসের টুকরো গুলো দিয়ে সামান্য জল দিয়ে ফুটতে দিতে হবে।

  7. 7

    মাংস সেদ্ধ হয়ে গেলে একটা ছোট বাটিতে কাঠ কয়লা জ্বালিয়ে রেখে উপর দিয়ে বাটার দিয়ে মাংস সমেত ভালো করে চাপা দিয়ে ৫ মিনিট রাখতে হবে। ধোঁয়া টা যেন বাইরে বের হতে না পারে।

  8. 8

    ৫ মিনিট বাদ ঐ বাটিটা সরিয়ে নিতে হবে।

  9. 9

    প্লেন পরোটা,রুটি,লাচ্ছা পরোটা সবার সাথেই জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

মন্তব্যগুলি

Similar Recipes